শিরোনাম
বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

পরিকল্পিত নগর গড়তে প্রয়োজন মাস্টারপ্ল্যান

-সালমা ওসমান লিপি

পরিকল্পিত নগর গড়তে প্রয়োজন মাস্টারপ্ল্যান

জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি মনে করেন, নারায়ণগঞ্জে পরিকল্পিত নগরায়ণ ও নাগরিক সুবিধাভোগী করে গড়ে তুলতে প্রয়োজন মাস্টারপ্ল্যান। তিনি বলেন, ‘শিক্ষা ও স্বাস্থ্য খাত মানসম্পন্ন পর্যায়ে আনতে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগের প্রয়োজন। বিশেষ করে এ দুটি খাতকে উন্নত অবস্থানে আনতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে জেলার ব্যবসায়ী গোষ্ঠী। কারণ নারায়ণগঞ্জ মানেই শিল্পনগর। এখানে দেশের স্বনামধন্য ব্যবসায়ীরা ব্যবসাক্ষেত্রে অবদান রাখছেন। শুধু ব্যবসা ক্ষেত্রেই নয়, সমাজসেবার কাজেও এসব ব্যবসায়ীকে অবদান রাখতে দেখা যায়। তবে এ জন্য প্রয়োজন সমন্বয়। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সালমা ওসমান লিপি বলেন, নারায়ণগঞ্জ থেকে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি হয়ে যে মুনাফা আসে তা দেশীয় অর্থনীতিতে ভূমিকা রাখছে। জেলায় স্বাস্থ্যক্ষেত্রে সরকারি হাসপাতাল তো আছেই। পাশাপাশি ব্যক্তি উদ্যোগে ব্যবসায়ীরা স্বাস্থ্য খাতে উপজেলাভিত্তিক আধুনিক মানসম্পন্ন হাসপাতাল গড়ে তুলতে পারেন, যা ঢাকার মতো উন্নত চিকিৎসা দিতে পারবে। এ ছাড়া একই উদ্যোগ শিক্ষাব্যবস্থার ক্ষেত্রেও নেওয়া যেতে পারে। যুগের সঙ্গে পাল্লা দিয়ে ঢাকায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠান সফল হচ্ছে ও মেধাবীদের বিকাশ ঘটাচ্ছে, সেই আদলে নারায়ণগঞ্জে উপজেলাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন।

আর এগুলো ব্যক্তি উদ্যোগে করা যেতে পারে। এতে নারায়ণগঞ্জে মেধার বিকাশ ঘটবে। আর এভাবে স্বাস্থ্য ও শিক্ষা খাতে উদ্যোগ নিয়ে তা বাস্তবায়ন হলে আমাদের আর ঢাকামুখী হতে হবে না। নারায়ণগঞ্জেই পাওয়া যাবে উন্নত শিক্ষা ও স্বাস্থ্যসেবা। এ ছাড়া আমাদের জেলায় স্বাস্থ্য-শিক্ষা ছাড়াও যানজট ও জলাবদ্ধতা রয়েছে। এ ছাড়া রয়েছে কিশোর গ্যাংয়ের উৎপাত। অপরাধ-অপকর্ম রোধে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে মসজিদের ইমাম, শিক্ষকসহ সব শ্রেণির মানুষের সমন্বয়ে সমাজব্যবস্থা গড়ে তোলা জরুরি। শুধু সরকার বা প্রশাসন একা সব কাজ সমাধানে পেরে উঠবে না। সব শ্রেণির মানুষের সম্পৃক্ততার মাধ্যমেই সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব।

সর্বশেষ খবর