শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

অপশক্তি মোকাবিলায় প্রস্তুত আওয়ামী লীগ

-------- চন্দন শীল

অপশক্তি মোকাবিলায় প্রস্তুত আওয়ামী লীগ

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান চন্দন শীল বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তিকে একা মোকাবিলা করার সাংগঠনিক শক্তি ও সামর্থ্য রয়েছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ক্যান্টনমেন্ট বা সাম্রাজ্য বলা ভুল হবে না। আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল, আমাদের নেত্রী শেখ হাসিনা ঢাকায় কোনো সামাবেশ করলে- আগে খবর নিতেন শামীমের (এমপি শামীম ওসমান) মিছিল আসছে কিনা। আর এখন তো আওয়ামী লীগের ভালো সময়, দল ক্ষমতায়। বিরোধী দলে থাকা অবস্থায় আমরা লাখো লোক নিয়ে ঢাকার সমাবেশে যোগ দিয়েছি। সেই ধারাবাহিকতা আমরা ধরে রেখেছি। একান্ত সাক্ষাৎকারে চন্দন শীল আরও বলেন, ‘১৬ জুনের বোমা হামলার শিকার হয়ে দুটি পা হারিয়েছি আমি। এখন স্ক্যাচে ভর দিয়ে চলি। তবে শরীরটা আছে দল আওয়ামী লীগের জন্য। আমার মতো এমন লাখো তৃণমূল কর্মীরাই নারায়ণগঞ্জের সাংগঠনিক শক্তির ভিত্তি। রাজপথে দখলসহ যে কোনো আত্মত্যাগে সবার আগে যথাস্থানে পৌঁছে যাবে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের লাখো কর্মী। আওয়ামী লীগ বিরোধ প্রসঙ্গে তিনি বলেন, ‘টুকটাক বিরোধ সব জায়গাতেই আছে, থাকবে। কিন্তু দিন শেষে আমরা সবাই এক ও আওয়ামী লীগ। এক ঘরে এক মায়ের পেটের দুই সন্তানের মধ্যেও বিরোধ হয়ে থাকে। আওয়ামী লীগ সরকারি দল, এখানে নেতা-কর্মীর সংখ্যা বেশি। তবে যত বিরোধই থাকুক, শেখ হাসিনা আমাদের ঐক্যের প্রতীক। তিনি যা বলবেন, সবাই তা মাথা পেতে নেবেন।’ আগামী নির্বাচন প্রসঙ্গে আরও চন্দন শীল বলেন, ‘নারায়ণগঞ্জে পাঁচটি সংসদীয় আসন রয়েছে। আমরা চাই জামায়াত, রাজাকার, স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে আঁতাত বা আপসকারী কেউ যেন প্রার্থী হিসেবে মনোনয়ন না পান।’ তিনি উল্লেখ করেন, আসন বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি জোটভিত্তিক রাজনীতি করছে। এখানে জোট দল কাকে মনোনয়ন দেবে বা আসন ছাড়বে- এটা দুই দলের রাজনৈতিক কলাকৌশলের বিষয়। এটা নির্ধারণের জন্য নেত্রী বা মনোনয়ন বোর্ড রয়েছে। এ বিষয়ে আমরা কেন্দ্রের সিদ্ধান্তকেই মাথা পেতে নেব।’.

সর্বশেষ খবর