সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

উন্নয়ন দেখে আগামীতে ভোট দেবে জনগণ

------ মতিউর রহমান

উন্নয়ন দেখে আগামীতে ভোট দেবে জনগণ

আওয়ামী লীগ সরকার সুনামগঞ্জে যে উন্নয়ন করেছে, আগামী নির্বাচনে মানুষ তার মূল্যায়ন করবেই। জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলে মতানৈক্য সৃষ্টি হয়েছে। তবে তা নিরসন সম্ভব। আওয়ামী লীগ আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী। এ ছাড়া দল আরও সুসংগঠিত করা হচ্ছে। দলের সাংগঠনিক কর্মকান্ড নিয়ে এসব কথা বলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান।

তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা তিন মেয়াদে আওয়ামী লীগ সরকার সুনামগঞ্জে উন্নয়ন কর্মযজ্ঞ চালিয়েছে। এটা অতীতে কেউ কল্পনাও করতে পারেনি। তিনি বলেন, হাওরের প্রতিকূলতা জয় করে প্রতিটি উপজেলাকে জেলা সদরের সঙ্গে সড়কপথে যুক্ত করা হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। প্রতিটি স্কুল, কলেজ ও মাদরাসায় বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। জেলার কৃষকের বছরের একটিমাত্র ফসল রক্ষায় প্রতি বছর শত কোটি টাকারও বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ইউনিয়ন, উপজেলা থেকে জেলা পর্যায়ে পর্যন্ত দল সুসংগঠিত করা হচ্ছে, যাতে আগামী নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করা যায়।

 

সর্বশেষ খবর