সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

নির্বাচন সামনে রেখে সুসংগঠিত হচ্ছে দল

----- পীর ফজলুর রহমান মিসবাহ

নির্বাচন সামনে রেখে সুসংগঠিত হচ্ছে দল

জাতীয় পার্টির প্রতি সুনামগঞ্জের মানুষের ভালোবাসা রয়েছে। তৃণমূলে আমরা সুসংগঠিত। আগামী নির্বাচনে আমরা ভালো করব। জাতীয় পার্টির সাংগঠনিক কর্মকান্ড নিয়ে এসব কথা বলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট পীর ফজলুর রহমান         মিসবাহ। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, সুনামগঞ্জে জাতীয় পার্টি সাধারণ মানুষের সমর্থন নিয়েই একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে অবস্থান ধরে রেখেছে। বিশেষ করে সুনামগঞ্জ সদর আসনে বারবার আমাদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এখানে আমাদের বিশাল ভোটব্যাংক রয়েছে। আগামী নির্বাচন সামনে রেখে প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ডে মূল দল এবং অঙ্গ সংগঠনের কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। কিছু দিনের মধ্যে আমরা ভোট কেন্দ্রভিত্তিক কমিটি গঠনও করব।

তিনি বলেন, অতীতের তুলনায় আমাদের পক্ষে জনসমর্থন অনেক বেড়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাপায় চেয়ারম্যান প্রার্থীরা বিভিন্ন ইউনিয়নে নির্বাচিত হয়েছেন। শুধু সদরে নয়, জেলার অন্যান্য আসনেও জাপার অবস্থা আগের তুলনায় অনেক ভালো। তিনি আরও বলেন, সংসদ সদস্য হিসেবে দুই মেয়াদে আমার নির্বাচনী এলাকায় রাস্তাঘাট, সড়ক যোগাযোগ, গ্রামীণ অবকাঠামো নির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করেছি। এখন আমার প্রধান লক্ষ্য, ধারারগাঁও-হালুয়ারঘাটে সুরমা নদীর ওপর একটি সেতু নির্মাণ, যাতে উত্তরপাড়ের মানুষের যোগাযোগের পথ সহজ ও সুগম হয়।

সর্বশেষ খবর