শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বিএনপিকে ক্ষমতায় দেখার জন্য মানুষ অপেক্ষা করছে

----- অ্যাডভোকেট আসলাম মিয়া

বিএনপিকে ক্ষমতায় দেখার জন্য মানুষ অপেক্ষা করছে

২০১৯ সালে জেলা বিএনপির সিনিয়র নেতা অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুকে সভাপতি ও পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলালকে আহ্বায়ক করে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলালকে সরিয়ে দিয়ে অ্যাডভোকেট কামরুল ইসলামকে সদস্য সচিব করা হয়। দীর্ঘ তিন বছর পার হলেও রাজবাড়ীতে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া বলেন, বর্তমান সরকারের হুমকি-নির্যাতন সহ্য করে রাজবাড়ী জেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি সফল করে চলেছে। পুলিশি বাধার মধ্য দিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ ও পাংশা উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন শেষ করে কমিটি গঠন করা হয়েছে। জেলার বেশির ভাগ ইউনিয়নে বিএনপির সম্মেলন শেষ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, আমি রাজবাড়ী-২ আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুণ অর রশিদসহ সব নেতাদের সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছি। আমার বয়স হারুনের চেয়ে একটু বেশি। আমরা দুজন নবীন-প্রবীণ মিলে দলকে সর্বকালের সেরা অবস্থায় সুসংগঠিত করে রেখেছি। রাজবাড়ী জেলা বিএনপি এখন এতটাই সুসংগঠিত যে, আগামী ১২ নভেম্বর ফরিদপুরের বিভাগীয় মহাসভাবেশে বিপুল সংখ্যক নেতা-কর্মী সেই সমাবেশ সফল করবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে অ্যাডভোকট আসলাম মিয়া বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপিকে) ক্ষমতায় দেখার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিরাপত্তাহীনতা, গুম-খুনের জবাব মানুষ ভোটের মাধ্যমে দিতে প্রস্তুত। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রতিটি জেলায় বিএনপির প্রার্থীদের নজর রাখছেন। তারা কাজ করার নির্দেশনা দিয়ে রেখেছেন। তিনি আরও বলেন, মানুষ নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দেওয়ার সুযোগ চায়। সুষ্ঠু নির্বাচনে রাজবাড়ীতে দুটি আসনে সাংগঠনিক কারণেই বিএনপির প্রার্থী জয়লাভ করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর