শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

মাকে ভরণপোষণ না দেওয়ায় সরকারি কর্মকর্তা ও তার স্ত্রী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে মাকে ভরণপোষণ না দেওয়ায় সরকারি কর্মকর্তা ছেলে সাইফুল্লাহ (৪৪) ও তার স্ত্রী রুমা খাতুনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে শহরের ব্যাপারীপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শহরের ব্যাপারীপাড়া এলাকার গৃহবধূ জহুরা খাতুনকে তার সন্তান সাইফুল্লাহ ও পুত্রবধূ রুমা বিভিন্ন সময় শারীরিক নির্যাতন করে আসছিলেন। অসুস্থতায় ঠিকমতো চিকিৎসা করতেন না। বর্তমানে তার হার্ট ব্লক। ছেলে ও ছেলের বউ ঠিকমতো খেতে দেন না। ডাক্তারের কাছেও নিয়ে যান না। কিছু বললেই মারধর করেন। মামলায় আরও উল্লেখ করেছেন- ৩৩ বছর ধরে ছেলেকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়ে বড় করেছেন। তিনি চান ছেলে দেখাশোনা করুক। একটু খেতে দিক। তার  নিজের টাকায় ছেলে ডাক্তার দেখাক। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ঝিনাইদহ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)-এর ইন্সট্রাক্টর সাইফুল্লাহ তার মা জহুরা খাতুনের ভরণপোষণ দেন না দীর্ঘদিন। কিছু বললে মারধর ও নির্যাতনের হুমকি দিয়ে আসছিলেন। এ ঘটনায় মা জহুরা খাতুন ১৮ অক্টোবর ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের বিষয়টি আদালতে পাঠালে আদালত মামলা নেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশে বুধবার থানায় মামলা হলে রাতে অভিযুক্ত ছেলে সাইফুল্লাহ ও তার স্ত্রী রুমা খাতুনকে গ্রেফতার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর