শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

মানিকগঞ্জে ধনিয়াপাতার বাম্পার ফলন

মো. কাবুল উদ্দিন খান, মানিকগঞ্জ

মানিকগঞ্জে ধনিয়াপাতার বাম্পার ফলন

সুস্বাদু ও মুখরোচক খাবার তৈরি করতে যতগুলো উপাদান লাগে তার মধ্যে ধনিয়াপাতা অন্যতম। বাজারে ভালো দাম এবং চাহিদা থাকার কারণে এবারও জেলায় প্রচুর ধনিয়াপাতার চাষ হয়েছে। সাটুরিয়া উপজেলার তিল্লী এলাকায় এর আবাদ সবচেয়ে বেশি হয়েছে। সরেজমিন দেখা যায়, শত শত নারী-পুরুষ এই পাতা উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন। প্রতিবছর এ সময় ধনিয়াপাতার ভরা মৌসুম। আবহাওয়া অনুকূলে থাকায় আগাম বিক্রি করে কৃষক ও মহাজন উভয়ই লাভবান হয়েছেন। কৃষক রহিজ উদ্দিন (৬৫) ও জাফর (৬৬) বলেন, অল্প সময়ে বেশি লাভ হওয়ায় প্রতিবছর ধনিয়াপাতা চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। ভালো ফলন হলে এক বিঘার পাতা ৫০ থেকে ৭০ হাজার টাকায় বিক্রি করা যায়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ আবু মোহাম্মদ এনায়েত উল্লাহ বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। জেলায় এবার ৬০০ হেক্টর জমিতে ধনিয়াপাতার চাষ হয়েছে। বাজারে ভালো দাম ও চাহিদা থাকায় কৃষকরা লাভবান হচ্ছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর