শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বাবা-মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে করে বিয়ে

মাদারীপুর প্রতিনিধি

বাবা-মায়ের স্বপ্ন ছিল ছেলে হেলিকপ্টারে চড়ে বিয়ে করবেন। সেই স্বপ্ন পূরণ করলেন দাদন তালুকদার নামে এক ব্যাংক কর্মকর্তা। গতকাল মাদারীপুর সদর উপজেলা দুধখালি ইউনিয়নে এই ঘটনা ঘটে। হেলিকপ্টারে চড়ে কনের বাড়ি ঢাকা থেকে বউ নিয়ে গ্রামে ফেরেন দাদন তালুকদার।

বর দাদন তালুকদার সদর উপজেলার দুধখালি ইউনিয়নের উত্তর দুধখালি  গ্রামের ইদ্রিস আলী তালুকদারের ছেলে। তিনি অগ্রণী ব্যাংক, ঢাকার গ্রীনরোড শাখায় অফিসার পদে কর্মরত আছেন। কনে রুমানা শবনব মিরপুর সরকারি বাংলা কলেজে রসায়ন বিভাগের প্রভাষক। তিনি মিরপুর ১০ এলাকার আলী মাসুদের মেয়ে। বরের স্বজনরা বলেন, বাবা-মায়ের স্বপ্ন ছিল দাদন বড় হয়ে বউ আনবে হেলিকপ্টারে চড়ে। সেই স্বপ্ন পূরণ করতেই দাদন হেলিকপ্টারে চড়ে বাবাকে সঙ্গে নিয়ে ঢাকার মিরপুর ১০ নম্বর এলাকায় কনের বাড়ির উদ্দেশে যান। বাকি বরযাত্রীরা যান গাড়িতে। বিয়ের পর হেলিকন্টারে বউ নিয়ে গ্রামে আসেন দাদন। হেলিকপ্টারটি তার বাড়ির সামনে ছোনখোলা স্কুল মাঠে নামে। তখন উৎসুক জনতা তা দেখতে সেখানে ভিড় জমায়। বরের মেজো ভাই শাহীন বলেন, আমাদের সম্মিলিত চেষ্টায় বাবা-মায়ের স্বপ্ন পূরণ করেছে ভাই। কনে রুমানা শবনব বলেন, এলাকার লোক আমাদের আনন্দ দিয়েছে। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। বর দাদন তালুকদার বলেন, ১ ঘণ্টার জন্য ১ লাখ টাকায় ভাড়া করি হেলিকপ্টারটি।

 

সর্বশেষ খবর