শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

নৌকার সঙ্গে বট গাছের লড়াই

সাজেদা চৌধুরীর আসনে ভোট কাল

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

জাতীয় সংসদের ফরিদপুর-২ (নগরকান্দা, সালথা ও সদরপুরের হাট কৃষ্ণপুর) আসনে উপনির্বাচনে কাল (শনিবার) ভোট গ্রহণ। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন- আওয়ামী লীগ মনোনীত শাহদাব আকবর চৌধুরী লাবু (নৌকা) ও খেলাফত আন্দোলন মনোনীত জয়নুল আবেদীন বকুল মিয়া (বট গাছ)। ৩ উপজেলার একটি পৌরসভা ও ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ৪৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ৩৫৫, মহিলা ভোটার ১ লাখ ৫৩ হাজার ১১৬, হিজড়া একজন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১২৩টি, ভোট কক্ষের সংখ্যা ৮০৬টি। সংসদ উপনেতা সাজেদা চৌধুরী ১১ সেপ্টেম্বর মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তার ছোট ছেলে লাবু।

নির্বাচনী এলাকার বিভিন্নজনের সঙ্গে আলাপ করে জানা যায়, নির্বাচনের প্রচারণা শেষ সময় পর্যন্তও জমেনি। আওয়ামী লীগের প্রার্থী প্রত্যেক ইউনিয়নে একটি করে বড় পরিসরে সভা করেছেন। কোনো কোনো ইউনিয়নে দুটি করে সভা করেছেন। মাইকিং হয়েছে। কিন্তু নেতা-কর্মীরা ভোটারদের কাছে যাননি বলেই অনেকের অভিযোগ। নগরকান্দার রামনগর ইউনিয়নের রামনগর গ্রামের এক ভ্যানচালক (৪৭) বলেন, খালি মাইকিং শুনেছি। কেউ এখন পর্যন্ত (৩ নভেম্বর) ভোট চাননি। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছিলেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামাল হোসেন মিয়া। পরবর্তীতে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তিনি নৌকার পক্ষে ভোট চেয়ে কয়েকটি সভায় বক্তৃতা করেছেন। জামাল হোসেন মিয়া বলেন, আমি নৌকার জন্য এসেছি।  নৌকার প্রশ্নে, শেখ হাসিনার প্রশ্নে কোনো আপস নেই। নৌকার জয় হবেই।

সর্বশেষ খবর