মেহেরপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবদুল হাদী বলেছেন, এখানে জাতীয় পার্টির সার্বিক অবস্থা বর্তমানে সুসংগঠিত। তরুণরা আমাদের দলে ঝুঁকছেন। বিএনপি ও আওয়ামী লীগের অনেক হতাশ কর্মী-সংগঠকরা এরই মধ্যে জাতীয় পার্টিতে যোগদান করেছেন। আরও যোগ দেবেন। আমাদের বিভিন্ন কর্মসূচিতে এসব কর্মীরা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করছেন। তিনি বলেন, এরই মধ্যে আমরা তিন উপজেলার ২ পৌরসভা ও ১৪টি ইউনিয়নের সম্মেলন শেষ করেছি। আগামী কিছুদিনের মধ্যে জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। সে সম্মেলনে দলের ত্যাগী ও প্রবীণ নেতারা মূল্যায়িত হবেন। তখন দল আরও সুসংগঠিত হবে। তিনি দলের সাংগঠনিক কার্যক্রম দুর্বলের কথা স্বীকার করে বলেন, ‘কারণ এর আগের সভাপতি-সাধারণ সম্পাদক দলের দিকে নজর দেননি। তাদের দুজনের বাড়ি জেলার দুই প্রান্তের পাড়াগাঁওয়ে। জেলা শহর থেকে প্রায় ২৫-৩০ কিলোমিটার দূরে। তারা জেলা শহর কেন্দ্রিক হতে পারেননি। দলের স্বার্থে জেলা শহরে যে পরিমাণ সময় দেওয়ার কথা তা তারা না দেওয়ায় দলকে সেভাবে তারা গোছাতে পারেননি। তবে বর্তমানে সে অবস্থা নেই। বর্তমান আহ্বায়ক কমিটি পাড়া, মহল্লা ওয়ার্ডে গ্রামে কাজ করছে। দলের নিষ্ক্রিয় নেতা-কর্মীদের সক্রিয় করেছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুতের সংকট নিয়ে আন্দোলনের জন্য আমরা প্রস্তুত আছি। দলের হাইকমান্ডের দিকনির্দেশনা পেলেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব।’ তিনি উল্লেখ করেন, ‘গত ইউপি নির্বাচনে আমরা সাতটি ইউনিয়নে আমাদের প্রার্থী দিয়েছিলাম। তারা নির্বাচিত না হলেও বিপুল ভোট পেয়েছেন। আগামী সংসদ নির্বাচনে এখানে শক্ত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেই প্রার্থীরা জয়লাভও করবেন বলে আমরা মনে করি।’
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা