মেহেরপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবদুল হাদী বলেছেন, এখানে জাতীয় পার্টির সার্বিক অবস্থা বর্তমানে সুসংগঠিত। তরুণরা আমাদের দলে ঝুঁকছেন। বিএনপি ও আওয়ামী লীগের অনেক হতাশ কর্মী-সংগঠকরা এরই মধ্যে জাতীয় পার্টিতে যোগদান করেছেন। আরও যোগ দেবেন। আমাদের বিভিন্ন কর্মসূচিতে এসব কর্মীরা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করছেন। তিনি বলেন, এরই মধ্যে আমরা তিন উপজেলার ২ পৌরসভা ও ১৪টি ইউনিয়নের সম্মেলন শেষ করেছি। আগামী কিছুদিনের মধ্যে জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। সে সম্মেলনে দলের ত্যাগী ও প্রবীণ নেতারা মূল্যায়িত হবেন। তখন দল আরও সুসংগঠিত হবে। তিনি দলের সাংগঠনিক কার্যক্রম দুর্বলের কথা স্বীকার করে বলেন, ‘কারণ এর আগের সভাপতি-সাধারণ সম্পাদক দলের দিকে নজর দেননি। তাদের দুজনের বাড়ি জেলার দুই প্রান্তের পাড়াগাঁওয়ে। জেলা শহর থেকে প্রায় ২৫-৩০ কিলোমিটার দূরে। তারা জেলা শহর কেন্দ্রিক হতে পারেননি। দলের স্বার্থে জেলা শহরে যে পরিমাণ সময় দেওয়ার কথা তা তারা না দেওয়ায় দলকে সেভাবে তারা গোছাতে পারেননি। তবে বর্তমানে সে অবস্থা নেই। বর্তমান আহ্বায়ক কমিটি পাড়া, মহল্লা ওয়ার্ডে গ্রামে কাজ করছে। দলের নিষ্ক্রিয় নেতা-কর্মীদের সক্রিয় করেছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুতের সংকট নিয়ে আন্দোলনের জন্য আমরা প্রস্তুত আছি। দলের হাইকমান্ডের দিকনির্দেশনা পেলেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব।’ তিনি উল্লেখ করেন, ‘গত ইউপি নির্বাচনে আমরা সাতটি ইউনিয়নে আমাদের প্রার্থী দিয়েছিলাম। তারা নির্বাচিত না হলেও বিপুল ভোট পেয়েছেন। আগামী সংসদ নির্বাচনে এখানে শক্ত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেই প্রার্থীরা জয়লাভও করবেন বলে আমরা মনে করি।’
শিরোনাম
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন