শনিবার, ৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ভেদাভেদ ভুলে এখন বিএনপি ঐক্যবদ্ধ

-অ্যাডভোকেট আবদুল মজিদ

ভেদাভেদ ভুলে এখন বিএনপি ঐক্যবদ্ধ

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবদুল মজিদ বলেছেন, ভেদাভেদ ভুলে বিএনপি এখন ঐক্যবদ্ধ। বিএনপিকে নিয়ে নানারকম গুজব, দলাদলি, গ্রুপিং সৃষ্টি হয়েছিল। কিন্তু নেতাদের প্রচেষ্টায় তা মিটে গেছে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। তাই দলের নেতৃত্ব নির্বাচন গণতান্ত্রিক উপায়েই করা হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। আবদুল মজিদ বলেন, বিএনপিতে তৃণমূল থেকে শুরু করে সবাই দলের নেতা হতে পারেন। দলীয় মহাসচিবের উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। নবীন-প্রবীণের মিশেলে করা হয়েছে এ কমিটি। বর্তমানে দলে কোনো গ্রুপিং নেই। তিনি বলেন, আওয়ামী লীগকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে। দলীয় নেতা-কর্মীরা রাজপথে আছেন। জেলা বিএনপির সভাপতি বলেন, ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসার পর আমাদের নেতা-কর্মীদের নামে গায়েবি মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে। তবে মামলা-হামলায় বিএনপি নেতা-কর্মীরা ভয় পান না। বিএনপির এই নেতা বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে জেলার চারটি আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে বিএনপি।

সর্বশেষ খবর