শনিবার, ৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

চিলমারীর জেলের বড়শিতে ৬২ কেজির বাঘাইড়

কুড়িগ্রাম প্রতিনিধি

চিলমারীর জেলের বড়শিতে ৬২ কেজির বাঘাইড়

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে ৬২ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়েছে এক জেলের বড়শিতে। বিশালাকৃতির মাছ শিকার এ জেলায় প্রথম বলে দাবি জেলের। নদী থেকে মাছটি ওঠানোর পর হতবাক হয়ে যান উপস্থিত লোকজন। পরে মাছটি জেলের কাছ থেকে চলে যায় জেলার নাগেশ্বরী উপজেলায়। সেখানে বাজারে ওঠানোর পর প্রচ- ভিড় ও কৌতূহল লক্ষ করা যায় দর্শনার্থীদের মধ্যে। গতকাল দুপুরে নাগেশ্বরী পৌর বাজারে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি কেটে পিস করে বিক্রি করা হয়। এতে মাছটির মূল্য দাঁড়ায় প্রায় ১ লাখ টাকা। এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে নাগেশ্বরী বাসস্ট্যান্ডের এশিয়া মার্কেটে মাছটি নিয়ে আসা হয় ব্যাটারিচালিত অটোরিকশাযোগে।

নাগেশ্বরীর বানুরখামার এলাকার মাছ ব্যবসায়ী হানিফ বলেন, ‘চিলমারীর ব্রহ্মপুত্র নদে বৃহস্পতিবার বিকালে অনেক অপেক্ষার পর বড়শিতে বাঘাইড়টি ধরেন স্থানীয় এক জেলে। তার কাছ থেকে ৫০ হাজার টাকায় মাছটি কিনে আনি নাগেশ্বরীতে। দাম বেশি তাই ক্রেতা কম। শুক্রবার দুপুরের একটু আগে নাগেশ্বরী পৌর বাজারে মাছটি কেটে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি করতে থাকি। মুহূর্তেই মাছটি বিক্রি শেষ হয়। বিক্রি হয় ৯৯ হাজার ২০০ টাকায়। শুধু লাভ দেখলে চলবে না, যাতায়াত ও আনুষঙ্গিক অনেক খরচ পড়েছে। লোকজন খাটাতে হয়েছে। তার পরও লাভ থাকবে। বড় কথা, এতে অনেক ভালোলাগা আছে। এত বড় মাছ সব সময় পাওয়া যায় না। এটাও সৌভাগ্যের ব্যাপার। তাই ভালোবাসা থেকে মাছটি কিনে এনেছি।’

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালীপদ রায় জানান, ব্রহ্মপুত্র নদে এর আগেও বড় বাঘাইড় ধরার খবর পেয়েছি। কিন্তু এত বড় ওজনের মাছের খবর পাইনি। এ জেলার নদ-নদী এখনো মৎস্যসম্পদে সমৃদ্ধ। ইলিশের নিষেধাজ্ঞার সময়টি জেলেরা মেনে চলায় এখন নদীতে সব ধরনের মাছের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ধরা পড়ছে বড় বড় মাছ।’

সর্বশেষ খবর