রাজশাহীতে আলুর মৌসুমে পটাশ সারের সংকট দেখা দিয়েছে। ৭৫০ টাকা মূল্যের এক বস্তা পটাশ কৃষকদের কিনতে হচ্ছে ১১০০-১২০০ টাকায়। তার পরেও চাহিদা মতো সার পাওয়া যাচ্ছে না। ফলে এবার আলু চাষ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তবে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, সারের কোনো সংকট নেই। অতিরিক্ত সার প্রয়োগ রোধে কৃষকদের সচেতন করা হচ্ছে। চাহিদা মতো সার প্রাপ্তিতে সব ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রমতে, এ বছর রাজশাহীতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৭ হাজার ১৮০ হেক্টর জমিতে। যা গত বছর ছিল ৩৮ হাজার ৫৪৩ হেক্টর জমিতে। ফলে গত বছরের তুলনায় এবার এক হাজার ৩৬৩ হেক্টর জমিতে আলু চাষ কম হবে বলে ধরে নেওয়া হচ্ছে। যদিও গত এক সপ্তাহ আগ থেকে আলু চাষ শুরু হয়েছে। এরই মধ্যে রাজশাহীতে ১৮৫ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। নভেম্বর মাস জুড়েই আলু চাষ চলবে। সেই হিসাবে হাতে যে কয়দিন সময় আছে, এরই মধ্যে লক্ষ্যমাত্রা অর্জিত হয়ে যাবে। রাজশাহীর তানোর উপজেলা দেশের মধ্যে আলু চাষে তৃতীয় অবস্থানে আছে। আমশো গ্রামের তুষার আহমেদ বলেন, এ বছর আমি ৫ বিঘা জমিতে আলু চাষ করব। এরই মধ্যে জমি প্রায় ঠিকঠাক করেছি। কিন্তু পটাশ সার ঠিক মতো পাওয়া যাচ্ছে না। লাইন ধরে দুই বস্তা পটাশ পাইছি ৭৫০ টাকা করে। আর ৫ বস্তা কিনেছি ১২০০ টাকা দরে অন্য জায়গা থেকে। গোল্লাপাড়া গ্রামের নাজমুল হোসেন বলেন, ২০ বিঘা জমিতে এবার আলু চাষ করব। দুই-তিন দিনের মধ্যে জমিতে বীজ বপন শুরু করব। কিন্তু সার চাহিদা মতো পাচ্ছি না। ২০ বস্তা পটাশ কিনেছি অন্য ব্যবসায়ীদের কাছ থেকে ১১৫০ টাকা দরে। আমার আরও ৩০ বস্তা সার লাগবে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য কর্মকর্তা উম্মে সালমা বলেন, সারের কোনো সংকট নেই। পর্যাপ্ত সার আছে। তার পরেও আমরা কৃষকদের অতিরিক্ত সার প্রয়োগ রোধে নিরুৎসাহিত করছি। অতিরিক্ত সার প্রয়োগ করে জমির ক্ষতি এবং অর্থ ব্যয় ছাড়া ফলন বেশি হয় না। ফলে যতটুকু সার আলুর জমিতে প্রয়োজন আমরা ততটুকুই ডিলারদের মাধ্যমে কৃষকের মাঝে সরবরাহ করতে চেষ্টা চালাচ্ছি।
শিরোনাম
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
সার সংকটে আলুর আবাদ ব্যাহতের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর