রাজশাহীতে আলুর মৌসুমে পটাশ সারের সংকট দেখা দিয়েছে। ৭৫০ টাকা মূল্যের এক বস্তা পটাশ কৃষকদের কিনতে হচ্ছে ১১০০-১২০০ টাকায়। তার পরেও চাহিদা মতো সার পাওয়া যাচ্ছে না। ফলে এবার আলু চাষ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তবে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, সারের কোনো সংকট নেই। অতিরিক্ত সার প্রয়োগ রোধে কৃষকদের সচেতন করা হচ্ছে। চাহিদা মতো সার প্রাপ্তিতে সব ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রমতে, এ বছর রাজশাহীতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৭ হাজার ১৮০ হেক্টর জমিতে। যা গত বছর ছিল ৩৮ হাজার ৫৪৩ হেক্টর জমিতে। ফলে গত বছরের তুলনায় এবার এক হাজার ৩৬৩ হেক্টর জমিতে আলু চাষ কম হবে বলে ধরে নেওয়া হচ্ছে। যদিও গত এক সপ্তাহ আগ থেকে আলু চাষ শুরু হয়েছে। এরই মধ্যে রাজশাহীতে ১৮৫ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। নভেম্বর মাস জুড়েই আলু চাষ চলবে। সেই হিসাবে হাতে যে কয়দিন সময় আছে, এরই মধ্যে লক্ষ্যমাত্রা অর্জিত হয়ে যাবে। রাজশাহীর তানোর উপজেলা দেশের মধ্যে আলু চাষে তৃতীয় অবস্থানে আছে। আমশো গ্রামের তুষার আহমেদ বলেন, এ বছর আমি ৫ বিঘা জমিতে আলু চাষ করব। এরই মধ্যে জমি প্রায় ঠিকঠাক করেছি। কিন্তু পটাশ সার ঠিক মতো পাওয়া যাচ্ছে না। লাইন ধরে দুই বস্তা পটাশ পাইছি ৭৫০ টাকা করে। আর ৫ বস্তা কিনেছি ১২০০ টাকা দরে অন্য জায়গা থেকে। গোল্লাপাড়া গ্রামের নাজমুল হোসেন বলেন, ২০ বিঘা জমিতে এবার আলু চাষ করব। দুই-তিন দিনের মধ্যে জমিতে বীজ বপন শুরু করব। কিন্তু সার চাহিদা মতো পাচ্ছি না। ২০ বস্তা পটাশ কিনেছি অন্য ব্যবসায়ীদের কাছ থেকে ১১৫০ টাকা দরে। আমার আরও ৩০ বস্তা সার লাগবে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য কর্মকর্তা উম্মে সালমা বলেন, সারের কোনো সংকট নেই। পর্যাপ্ত সার আছে। তার পরেও আমরা কৃষকদের অতিরিক্ত সার প্রয়োগ রোধে নিরুৎসাহিত করছি। অতিরিক্ত সার প্রয়োগ করে জমির ক্ষতি এবং অর্থ ব্যয় ছাড়া ফলন বেশি হয় না। ফলে যতটুকু সার আলুর জমিতে প্রয়োজন আমরা ততটুকুই ডিলারদের মাধ্যমে কৃষকের মাঝে সরবরাহ করতে চেষ্টা চালাচ্ছি।
শিরোনাম
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ
- সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু
সার সংকটে আলুর আবাদ ব্যাহতের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর