‘শাকিব খান, অপু বিশ্বাস ও বুবলীসহ অন্যদের অংশগ্রহণে বরিশালে অনুষ্ঠিত হয়ে গেল ব্যতিক্রমী ক্যাট শো। তবে সিনেমার শাকিব, অপু ও বুবলী নয়, এ ধরনের নানা নামের অর্ধশত বিড়াল নিয়ে আয়োজিত শো মুগ্ধ করেছে সবাইকে। প্রাণীর প্রতি ভালোবাসা আর মমত্ব থেকে ব্যতিক্রমী আয়োজন করেছে বরিশালের একটি ফেসবুক গ্রুপ। যেখানে বিড়াল নিয়ে র্যাম্প শো করা হয়েছে। আরও ছিল বিড়ালের খাওয়া, যেমন খুশি তেমন সাঁজো এবং সুইট ক্যাট প্রতিযোগিতা। সব ক্যাটাগরিতে ছিল আলাদা পুরস্কারের ব্যবস্থাও। চিত্ত বিনোদনের জন্য এ ধরনের আয়োজন আরও হওয়া উচিত বলে মনে করেন প্রাণিসম্পদ কর্মকর্তারা। শুক্রবার বিকালে বরিশাল নগগীর বান্দ রোডের ইউরোটোল কনভেনশন সেন্টারে ছিল উৎসবমুখর পরিবেশ। নানা সাজে হাজির হন শতাধিক মানুষ। যারা সবাই বিড়ালপ্রেমী। নিয়ে এসেছেন শাকিব খান, অপু বিশ্বাস, বুবলী, পমপম, কোকো, কিটক্যাটসহ নানা নাম ও জাতের অর্ধ শত বিড়াল। আবার কোনো বিড়ালকে উপস্থাপন করা হয়েছে কৃষক হিসেবে। ছিল বিড়ালের খাওয়া, মডেলিং ও সুইট ক্যাট প্রতিযোগিতা। সবচেয়ে বড় আকর্ষণ ছিল র্যাম্প শো। নানা জাত ও নামের বিড়াল নিয়ে ক্যাটওয়ার্ক করা হয়েছে। এই ধরনের আয়োজনে উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা। অংশগ্রহণকারী তুনা জানান, গৃহপালিত পশু পালনকারীদের জন্য এটা ব্যতিক্রমী আয়োজন। বরিশালে এ ধরনের আয়োজন প্রথম। বিড়ালের প্রতি মমত্ব বাড়ানোর তাগিদ দেন তিনি। নাজনীন বলেন, সবাই সেজেগুজে এসেছেন এবং বিড়ারগুলোকেও সাজিয়ে এনেছেন। এতে অন্যরকম পরিবেশের সৃষ্টি হয় শো-তে। সবচেয়ে আকর্ষণ ছিল র্যাম্প শো। বিড়াল নিয়ে ক্যাটওয়ার্ক করে দর্শকদের মুগ্ধ করেছেন তারা। প্রভাষক মারিয়া জামান বলেন, তার ১১টি বিড়াল রয়েছে। সেগুলোকে মাছ, মাংস ও শুকনা খাবার খাওয়ানো হয়। পশুর প্রতি ভালোবাসা থেকেই বিড়াল পালন করেন তিনি। ক্যাট/পার্সিয়ান ক্যাট সোসাইটি অব বরিশাল নামে একটি ফেসবুক গ্রুপ আয়োজন করেছে এই ক্যাট শোর। গ্রুপের এডমিন আবির বিন মিজান জানান, একটি গ্রুপের মাধ্যমে বিড়াল পালনকারীদের সম্মিলন ঘটিয়েছেন তারা। বর্তমানে গ্রুপের সদস্য সংখ্যা আড়াই হাজারের বেশি। ক্যাট শোতে ৫০ জন রেজিস্ট্রেশন করেছেন। অংশগ্রহণ করেছেন ৪০ জন। তারা নিয়ে এসেছেন নানা নাম ও জাতের অর্ধশত বিড়াল। প্রাণীর প্রতি মমত্ব বাড়লে এই আয়োজন সার্থক হবে বলে মনে করেন তিনি। ক্যাট শো-তে অংশগ্রহণ করে আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল আলম। আগামীতে বিড়ালের চিকিৎসাসহ সার্বিক খোঁজখবর রাখার কথা বলেন তিনি।
শিরোনাম
- রেস্টুরেন্ট নয়, এ যেন মরণফাঁদ!
- বিদ্যুৎ বিভ্রাটে অচল লন্ডনের পাতাল রেল ব্যবস্থা
- সর্বশেষ জীবিত মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস
- ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে মহাসমাবেশ
- ময়মনসিংহে ঝড়ে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে তারেক রহমান
- স্বর্ণের দাম আরও কমেছে
- আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব
- মিয়ানমার জান্তার বিমান হামলায় ১৭ শিক্ষার্থী নিহত: রিপোর্ট
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- বাগেরহাটে খালের পাড়ে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ
- গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুকে এক হাত নিলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- ভুটানের লিগে ম্যাচসেরা বাংলাদেশের কৃষ্ণা, দল জিতেছে ৮-০ গোলে
- অধিনায়ক লিটনের লক্ষ্য সিরিজ জয়
- যুদ্ধ কোনও বলিউড মুভি নয়, কেন বললেন ভারতের সাবেক সেনাপ্রধান
- নাসিকের যানজট নিরসন কর্মীদের উপর অটোচালকদের হামলা, আহত ১০
- পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- রাকিবুল-আকবরের ঝড়ে বাংলাদেশের রোমাঞ্চকর জয়
- বাকেরগঞ্জ ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
- বিদেশে চিকিৎসা খরচে সুবিধা বাড়ল, নেওয়া যাবে ১৫ হাজার ডলার
ক্যাট শোতে বুবলী-শাকিব!
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর