মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

মার্কিন নির্বাচনের ফল নিয়ে এখনো হিসাব-নিকাশ

আপাত স্বস্তিতে থাকা বাইডেনের ভাগ্য ফেরাবেন কমলা

প্রতিদিন ডেস্ক

মার্কিন নির্বাচনের ফল নিয়ে এখনো হিসাব-নিকাশ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেভাদা অঙ্গরাজ্যে রিপাবলিকানকে হারানোর মধ্য দিয়ে উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণভার ধরে রেখেছে ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা। আগামী দুই বছর সিনেটের নিয়ন্ত্রণভার পাওয়ায় এখন স্বস্তি বিরাজ করছে বাইডেন শিবিরে। তবে স্বস্তির শেষ চালটা দেবেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সূত্র : বিবিসি, রয়টার্স

প্রাপ্ত খবর অনুযায়ী, নেভাদা অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটিক প্রার্থী ক্যাথোরিন কর্টেজ মাস্ট্রোর জয়ে সিনেটে আবারও রাজত্ব পেয়েছে বাইডেনের দল। ডেমোক্র্যাটদের দখলে এখন ৫০টি আসন, বিপরীতে রিপাবলিকানদের ৪৯টি। তবে জর্জিয়ায় কোনো দল ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় আগামী মাসে দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হবে। এ ভোট হবে আগামী ৬ ডিসেম্বের। যদি এই ভোট রিপাবলিকানদের ঘরে যায়, সেক্ষেত্রে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ‘টাই-ব্রেকিং’ ভোট রয়েছে। এই ভোটে সিনেট নিয়ন্ত্রণ করবে ডেমোক্র্যাটিক পার্টি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতার প্রথম দুই বছরে সিনেটে একই ঘটনা ঘটে। দুই দলের ভোট সমানসংখ্যক হওয়ায় কমলা হ্যারিস ‘টাই-ব্রেকিং’ ভোট দিয়ে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টিকে রক্ষা করেন। এবারও একই ঘটনা সামনে এসেছে। সিনেটে নিয়ন্ত্রণ ধরে রাখার বড় সুবিধাটা হলো, অপ্রত্যাশিতভাবে অবসর বা বিচারপতির মৃত্যুতে সুপ্রিম কোর্টের একটি আসন খালি হয়ে পড়ে। মূলত পছন্দের ব্যক্তিকে নিজের প্রশাসনে স্বাধীনভাবে নিয়োগ দিতে পারবেন বাইডেন। আর রিপাবলিকানরা চাইলেই প্রেসিডেন্ট বাইডেনের পছন্দ-অপছন্দের বিষয়টি আটকে দিতে পারবে না। তবে বাইডেনের একটি দুশ্চিন্তা রয়েছে যে, রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদে অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে মনে করা হচ্ছে। আর তা হলে প্রেসিডেন্ট বাইডেনের মাথাব্যথার কারণ হবে এটি।

পর্যবেক্ষকরা বলছেন, সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখাটা দলে নিজের ইমেজ আরও পোক্ত হয়েছে বাইডেনের। এমন বাস্তবতায় প্রশাসনের উপদেষ্টারা বাইডেনকে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দেখার আগ্রহ প্রকাশ করেছেন। অনেকে বাইডেনের প্রশংসায় মেতেছেন।  তবে ডেমোক্র্যাটদের ফের জয়ে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ কিছুটা শঙ্কার মধ্যেই পড়েছে বলে মনে হচ্ছে, তবে এটি কতটা স্থায়ী হয় তা দেখার বিষয়। সিনেটে পরাজয়ে ট্রাম্পের সমালোচনায় করতে দেখা গেছে অনেককে।

এদিকে এখন পর্যন্ত মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতেই থাকছে। প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ডেমোক্র্যাটরা জয় পেয়েছে ২০৩টি আসনে এবং রিপাবলিকানরা ২১১টি আসনে। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২১৮টি আসন।

সর্বশেষ খবর