শিরোনাম
মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

কাঞ্চনজঙ্ঘা দেখতে ভিড় তেঁতুলিয়ায়

পঞ্চগড় প্রতিনিধি

কাঞ্চনজঙ্ঘা দেখতে ভিড় তেঁতুলিয়ায়

আধপাকা ধানের শীষে শিশিরের বিন্দু। ঘাসের ডগায় মুক্তো দানার মতো সাদা হাসি ছড়িয়ে দেয় শিশিরের ফোঁটা। ভোরের সূর্যের লাল আভায় উদ্ভাসিত হয় পুবের আকাশ। আর তখন সীমান্তের ওপারে জেগে ওঠে হিমালয়। একই সঙ্গে লাল-সাদা রঙে বিচিত্র এক মোহময় রূপে জেগে ওঠে কাঞ্চনজঙ্ঘা। এমনই আবহাওয়া বিরাজ করছে হিমালয়ান সমতল অঞ্চলের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শীত আর দূরের হিমালয়ের মনোমুগ্ধকর এ দৃশ্য দেখতে হাজার হাজার পর্যটক ছুটে আসছেন তেঁতুলিয়ায়। স্থানীয়রা বলছেন, বাংলাদেশের নানা প্রান্ত থেকে আসা পর্যটকদের পদচারণায় উৎসবের আমেজ চলছে তেঁতুলিয়ায়। পর্যটকরা ভোর বেলা উঠে মহানন্দা নদীর পাড়ে গড়ে ওঠা নয়ন জুড়ানো ডাকবাংলো পাড়ে সমবেত হচ্ছেন। কাঞ্চনজংঘা আর হিমালয়ের রূপ ঐশ্বর্য অবলোকন করার জন্য। যদিও কয়েক দিন থেকে কুয়াশায় আকাশ ঢেকে থাকার কারণে দেখা মিলছে না হিমালয়ের। তারপরও ছুটে আসছেন হাজার হাজার পর্যটক।

হিমালয় দেখতে না পেলেও তারা তেঁতুলিয়ায় শীত আর মহোময় প্রকৃতি উপভোগ করছেন। এ আবহাওয়া, প্রকৃতি আর পরিবেশ উপভোগ করতে ছুটে আসছেন রাজনৈতিক নেতা, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, অভিনেতা, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ। উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু জানান, অসংখ্য পর্যটক আসছেন। তেঁতুলিয়ায় এখন উৎসব চলছে বলা যায়। পর্যটকদের আনন্দ দেওয়ার জন্য আরও উদ্যোগ প্রয়োজন আছে। তেঁতুলিয়াকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণার দাবি জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা জানান, এক আবেশময় শীত বিরাজ করছে তেঁতুলিয়ায়। এই শীত উপভোগ করার জন্য পর্যটকরা ছুটে আসছেন। পর্যটকদের সুবিধার জন্য আমরা নানা ধরনের উদ্যোগ নিয়েছি। এরই মধ্যে তেঁতুলিয়া ডাকবাংলো সংস্কার করা হয়েছে। মহানন্দা নদীর তীরগুলোকে ঢেলে সাজানো হচ্ছে। পর্যটকদের নিরাপত্তার জন্য বিশেষ নজরদারি রয়েছে।

সর্বশেষ খবর