বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর জনসভা উৎসবে পরিণত হবে

--------- ফরিদুল ইসলাম চৌধুরী

প্রধানমন্ত্রীর জনসভা উৎসবে পরিণত হবে

কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে আসবেন এবং বিশাল জনসভায় অংশগ্রহণ করবেন। সেই জনসভা জনসমুদ্রের উৎসবে পরিণত হবে। সে লক্ষ্যে আমরা কাজ করছি। জনসভায় ৫ লাখ মানুষ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানানো হবে, শুভেচ্ছা জানানো হবে।’ বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, ১৯ নভেম্বরের মধ্যে জেলার ৯ উপজেলায়  আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার পর এক সপ্তাহের মধ্যে জেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করা হবে। সম্মেলনের মধ্য দিয়ে দলকে নতুনভাবে শক্তিশালী করার নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রীর। আগামী জাতীয় নির্বাচনের জন্য এটি প্রস্তুতিও। আগামী জাতীয় নির্বাচনে কক্সবাজারের চারটি আসন ধরে রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাংগঠনিকভাবে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো সুসংগঠিত, মজবুত রয়েছে। সরকারের বহু মেগা প্রকল্পসহ নানামুখী উন্নয়নের কারণে কক্সবাজারের মানুষ আওয়ামী লীগ ছাড়া কিছু বুঝতে চায় না। তিনি বলেন, না চাইতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে অনেক মেগা প্রকল্প দিয়েছেন। ১৮৬২ সালে কক্সবাজার পর্যন্ত রেললাইন হওয়ার পরিকল্পনা হয়েছিল। কিন্তু সেটি আর বাস্তবায়ন হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারে রেললাইন স্থাপন করেছেন। বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক স্থাপন ও কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে। মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুতের হাব, টেকনাফে এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোনসহ নানা কর্মযজ্ঞ বাস্তবায়িত হচ্ছে। পর্যটন শহরকে আধুনিকায়ন করা হচ্ছে।

সর্বশেষ খবর