শিরোনাম
বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বিএসএফ ধরে নেওয়ার পর অর্ধগলিত লাশ কৃষকের

ফেনী প্রতিনিধি

ফেনীর পরশুরাম উপজেলার বাঁশপদুয়ায় ভারত সীমান্তবর্তী কাঁটা তারের ১০০ গজ ভিতরে বুধবার মেজবাহ উদ্দিন (৪৭) নামে এক কৃষকের অর্ধগলিত লাশ দেখা গেছে। গতকাল গ্রামবাসী জঙ্গলে লাশ দেখতে পেয়ে পুলিশ ও বিজিবিকে খবর দেন। স্থানীয়রা জানান, বিএসএফ সদস্যরা মেজবাহ উদ্দিনকে তিন দিন আগে ধরে নিয়ে যায়।

জানা যায়, মেজবাহ গত রবিবার বিকালে বাঁশপদুয়া গ্রামের সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের অংশে ধান কাটছিলেন। এ সময় বিএসএফ ওই সীমান্ত এলাকায় চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে বাংলাদেশ অংশে ঢুকে পড়ে এবং মেজবাহ উদ্দিনকে পেয়ে আটক করে নিয়ে যায়। মেজবাহর স্ত্রী মরিয়ম ও তার পরিবার বিষয়টি ওই দিন স্থানীয় বিজিবি ও পুলিশকে জানান। স্থানীয় কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সুমন ও গ্রামবাসী জানান, পরদিন সোমবার বেলা ১১টা, দুপুর ২টা এবং বিকাল সাড়ে ৫টায় পর পর তিনবার বিজিবি ও বিএসএফের সঙ্গে দ্বিপক্ষীয় পতাকা বৈঠক হয়। কিন্তু মেজবাহ উদ্দিনকে ধরে নেওয়ার বিষয়টি  বিএসএফ অস্বীকার করে। ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুর রহমান জানান, স্থানীয়রা অভিযোগ করেছেন তিন দিন আগে বাংলাদেশি এক যুবককে বিএসএফ ধরে নিয়ে হত্যা করে ওই জঙ্গলে ফেলে দিয়েছে। তবে ওই ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ খবর