বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

অটোরিকশায় যাত্রী তোলা নিয়ে সংঘর্ষে নিহত ১

নেত্রকোনা প্রতিনিধি

গাড়িতে যাত্রী তোলা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নেত্রকোনার মোহনগঞ্জে গতকাল দুই গ্রামবাসীর সংঘর্ষে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পুলিশসহ কমপক্ষে অর্ধ শতাধিক। দফায় দফায় সংঘর্ষে অর্ধশত দোকানপাট ও ৩০টি অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটে। নিহত অটোরিকশাচালকের নাম হাসান মিয়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী জানান, দুপুরের পর থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে বিকাল পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। সন্ধ্যায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মোহনগঞ্জে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল সকালে মোহনগঞ্জ রেল স্টেশন থেকে সুনামগঞ্জের ধর্মপাশা যাওয়ার উদ্দেশে এক যাত্রী অটোরিকশার ভাড়া নিয়ে কথা বলতে যান। এ নিয়ে সিএনজি ও অটোচালকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় উপজেলা সদরের বিরামপুর এলাকার এক অটোরিকশাচালক রোগী নিয়ে একই উপজেলার অদর্শনগর এলাকায় যাচ্ছিলেন। তার কাছে ওই এলাকার অটোচালকরা ২০ টাকা টোল দাবি করেন। ওই চালক টোল দিতে অস্বীকার করায় দুই পক্ষে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। যাতে জড়িয়ে পড়েন বরকাশিয়া ও বিরামপুর গ্রামের মানুষ। নিহতের ছোট ভাই কাশেম জানান, তার ভাই অটো নিয়ে স্ট্যান্ডে আসছিলেন। সংঘর্ষের মাঝে পড়ে তিনি গুরুতর আহত হন। ময়মনসিংহ মেডিকেলে নিয়ে গেলে সেখানে হাসান মারা যান। পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান বলেন, পুলিশ ১০ রাউন্ড টিয়ারশেল ও ৫১ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে ঘটনা মীমাংসার চেষ্টা হচ্ছে।

সর্বশেষ খবর