বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বহুরূপী প্রতারক আরিয়ান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর থেকে আরিয়ান আহম্মেদ নামে এক বহুরূপী প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে মিরপুর জনতা হাউজিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আরিয়ান ঢাকার দক্ষিণখানের পূর্ব আজমপুরের গিয়াস উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। গতকাল এসব তথ্য জানিয়েছেন ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, আরিয়ান নিজেকে কখনো কম্পিউটার ব্যবসায়ী, কখনো সোনা ব্যবসায়ী, কখনো কানাডাভিত্তিক এনজিওর কান্ট্রি ডিরেক্টর, কখনো মিডিয়া মালিক, আবার কখনো প্রবাসী ব্যবসায়ী পরিচয় দেন। এ ছাড়া প্রশাসন ও সেনাবাহিনীর উচ্চপর্যায়ে তার যোগাযোগ আছে বলেও জাহির করতেন। এজন্য বিভিন্ন সময় তিনি বিভিন্ন ব্যক্তিকে মেজর, ইউএনও, পুলিশ সুপার বলে পরিচয় করিয়ে দেন। ওসি মহসীন বলেন, মিজান নামে এক প্রবাসীর কাছ থেকে কম্পিউটার ব্যবসায় বিনিয়োগ করার নামে ১ লাখ টাকা নেন আরিয়ান। এরপর মেজরের জন্য সোনার বার কিনবেন বলে ৯ লাখ টাকার সোনার বার নেন। সর্বমোট ১০ লাখ টাকা পরিশোধের নাম করে তাকে চেক দেন। কিন্তু সেই অ্যাকাউন্টে এক টাকাও ছিল না। মিঠুন সরকার নামে আরেক ব্যক্তির কাছে নিজেকে কানাডাভিত্তিক একটি এনজিওর কান্ট্রি ডিরেক্টর পরিচয় দেন আরিয়ান। এই এনজিওর উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে দেন বলে জানান তিনি। পরে সেই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কানাডায় নিয়ে যাওয়া হয় বলেও জানান তিনি। এই শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার নামে মিঠুনের কাছ থেকে ১৮ লাখ টাকা হাতিয়ে নেন আরিয়ান। পরে মিজান ও মিঠুনের অভিযোগের ভিত্তিতে মিরপুর জনতা হাউজিং এলাকা থেকে প্রতারক আরিয়ানকে গ্রেফতার করা হয়। আরিয়ান এবং তার পরিবার ইতালি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু তার আগেই আরিয়ানকে গ্রেফতার করা হয়েছে। ২০১৬ সাল থেকে আরিয়ান প্রতারণা করে আসছে। প্রতারণার টাকা দিয়ে আরিয়ান আলিশান জীবনযাপন করতেন। মঙ্গলবার উত্তরা পশ্চিম থানায় আরিয়ানকে আসামি করে প্রতারণার মামলা করেন মো. মিজানুর রহমান। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে গতকাল ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সর্বশেষ খবর