বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

কর্মচারীর হামলায় পাঁচ বিশ্ববিদ্যালয় শিক্ষক আহত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) এক কর্মচারীর হামলায় ওই বিভাগের চারজনসহ পাঁচ শিক্ষক আহত হয়েছেন। আহতদের দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেলে ভর্তি করা হয়েছে। তবে সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। আহত শিক্ষকরা হলেন, হাবিপ্রবির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান রোকনুজ্জামান, সহযোগী অধ্যাপক বেলাল হোসেন, প্রভাষক হারুন অর রশিদ, নির্মল চন্দ্র রায় ও সদ্য নিয়োগ পেয়ে যোগদান করতে আসা প্রভাষক মাহাবুবুর রহমান। এ ঘটনায় অভিযুক্ত অফিস সহায়ক তাজুল ইসলাম গত ২০ বছরের বেশি সময় ধরে কর্মরত রয়েছেন। জানা যায়, বিভাগের শিক্ষক-ছাত্র ও কর্মকর্তা-কর্মচারীরা একাডেমিক শিক্ষা সফরের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সকাল সাড়ে ৮টার মধ্যে সবার বিভাগে উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্তু সকাল ৯টা পেরিয়ে গেলেও কর্মচারী তাজুল ইসলাম অফিসে না আসায় তাঁকে মোবাইলে ফোন করা হলে তিনি ফোন কেটে দেন। পরে সোয়া ৯টার দিকে বিভাগে উপস্থিত হলে বিভাগের চেয়ারম্যান রোকনুজ্জামান তাকে দেরি করার কারণ জিজ্ঞাসা করেন। এ সময় তিনি উত্তেজিত হয়ে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পাশের কক্ষ থেকে পানি খাওয়ার গ্লাস এনে শিক্ষকদের এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এতে চার শিক্ষকের মাথা এবং বিভাগের সভাপতির ঠোঁট কেটে যায়। তাদের চিৎকারে অন্য কর্মচারী ও শিক্ষকেরা এসে তাজুলকে আটক করেন। পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেলে পাঠানো হয়। এ ব্যাপারে হাবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র অধ্যাপক মো. কামাল উদ্দীন সরকারকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। তিনি আরও জানান, অভিযুক্ত তাজুল কয়েক বছর আগেও বিশ্ববিদ্যালয়ের ফার্ম সুপার প্রফেসর ড. গোলাম সারোয়ারের গায়ে হাত তোলার ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

সর্বশেষ খবর