সোমবার, ২১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

আন্দোলনের বিকল্প নেই : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলমান আন্দোলনে সফলতার আশা প্রকাশ করে বলেছেন, জীবনপণ লড়াই করছি। সামনে আন্দোলনের বিকল্প কোনো রাস্তা নেই। এ লড়াইয়ে, এ সংগ্রামে আমাদের জয়ী হতে হবে, এর বিকল্প নেই।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে গতকাল জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন-জেডআরএফ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন। জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন আবদুল্লাহ আল নোমান, রুহুল কবির রিজভী, অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক ডা. হারুন আল রশিদ।

মির্জা ফখরুল নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, খুব খারাপ সময়ের মধ্যে যাচ্ছি আমরা। কেউ কথাও বলতে পারে না। প্রকৃতপক্ষে এ সরকারের পায়ের নিচে এখন মাটি নেই, সরকার সম্পূর্ণভাবে একটা গণশত্রুতে পরিণত হয়েছে। ঐক্যবদ্ধ হয়ে জীবন বাজি রেখে সংগ্রামে নেমে পড়েন।

সরকারবিরোধী আন্দোলনে গত কয়েক মাসে বিএনপির ছয় নেতা-কর্মী নিহত হওয়ার তথ্য জানিয়ে মির্জা ফখরুল বলেন, বেআইনি হত্যাকান্ড না চালাবেন না। প্রত্যেক অন্যায় কাজের জবাব দিতে হবে। তিনি বলেন, তারেক রহমান আমাদের বাতিঘর। যিনি দূরে থেকেও আমাদের নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে জাতি আজ ঐক্যবদ্ধ।

সর্বশেষ খবর