বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

আওয়ামী লীগকে উন্নয়নের প্রতিদান দেবেন ফেনীবাসী

------- নিজাম হাজারী

আওয়ামী লীগকে উন্নয়নের প্রতিদান দেবেন ফেনীবাসী

ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারী বলেছেন, আওয়ামী লীগ সরকার ফেনীতে যে উন্নয়ন করেছে, আগামী নির্বাচনে জনগণ তার প্রতিদান হিসেবে শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করবে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ফেনীর মেয়ে। তিনি কয়েকবার দেশের প্রধানমন্ত্রী ছিলেন। ফেনীর উন্নয়নে তাঁর কোনো অবদান না থাকায় ফেনীবাসী তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

ফেনী সদর আসনের এই সংসদ সদস্য বলেন, খালেদা জিয়া ইচ্ছা করলে ফেনীতে উন্নয়ন করে ভাসিয়ে দিতে পারতেন। শেখ হাসিনা ফেনীর মেয়ে না হয়েও এ জেলার জন্য অনেক কিছু করেছেন। মহীপালে দেশের প্রথম ছয় লেন ফ্লাইওভার, ফেনীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, ফতেপুর রেলওয়ে ওভারপাস করেছেন। দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শিল্পাঞ্চল ফেনীতে করছেন। ফেনী কলেজে ২৩টি বিষয়ে অনার্স-মাস্টার্স দিয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেন করেছেন। ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে চার লেনের কাজ শেষের দিকে। অনেক স্কুল-কলেজ, রাস্তাঘাট, মডেল মসজিদ করেছেন। ফেনী ১০০ শয্যার সদর হাসপাতালকে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে রূপান্তর করেছেন। ফেনীতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার জন্যই জনগণ শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করবে। তিনি বলেন, ফেনীর আওয়ামী লীগ অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী। জেলায় আওয়ামী লীগে কোনো গ্রুপিং নেই। স্থানীয় সরকার নির্বাচনে ৬৬৩ জনপ্রতিনিধির মধ্যে ৬৬০ জনই আমাদের দলের। আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্যই এখানকার মানুষ আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছেন। আগামী নির্বাচনেও আমরাই জয়লাভ করব। আওয়ামী লীগের এই নেতা বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা ফেনীতে যাকেই মনোনয়ন দেন আমরা তার পক্ষে কাজ করব। জোটের কারণে ফেনীর তিনটি আসনের মধ্যে মাত্র একটিতে আওয়ামী লীগ নির্বাচন করছে। বাকি দুটি জাতীয় পার্টি ও জাসদকে ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা আগামী নির্বাচনে ফেনীর তিনটি আসনেই আওয়ামী লীগের প্রার্থীদের চাই। ইনশা আল্লাহ ফেনীর তিনটি আসনেই আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর