বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

পি কে হালদারের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ১০ ব্যাংক কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলায় গ্লোবাল ইসলামী ব্যাংকের (সাবেক এনআরবি গ্লোবাল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে ১০ ব্যাংক কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিয়েছেন। গতকাল ঢাকার বিশেষ  আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে তারা এ সাক্ষ্য দেন। সাক্ষীরা হলেন- ব্যাংক এশিয়ার এভিপি নাসির উদ্দিন, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মনজুরুল হক, এভিপি নাইমুর রহমান, এফএভিপি আসিফুজ্জামান খান, এফভিপি মাসুদুর রহমান, সিনিয়র অফিসার সালমান, এফএভিপি গোলাম রাব্বানী, এফভিপি সৈয়দ আসাদ আহমেদ, এভিপি সুজায়েত খান মাহতাব ও ভিপি শেখ মুনীরুল হাকিম।

এদিন কারাগারে আটক চার আসামিকে আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে ১০ আসামির সাক্ষ্য গ্রহণ শুরু হয়। তাদের জবানবন্দি শেষ হলে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন। জেরা শেষ হলে আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেন।  এর আগে গত ৮ সেপ্টেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পি কে হালদার ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- পি কে হালদারের মা লীলাবতি হালদার, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রীতিশ কুমার হালদার, রাজিব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায়, স্বপন কুমার মিস্ত্রি, অবন্তিকা বড়াল, শঙ্খ বেপারী, সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধা। এদের মধ্যে অবন্তিকা, শঙ্খ, সুকুমার ও অনিন্দিতা কারাগারে রয়েছেন। ২০২০ সালের ৮ জানুয়ারি পি কে হালদারের বিরুদ্ধে প্রায় ২৭৫ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মামলা করেন দুদকের উপ-পরিচালক সালাউদ্দিন। এরপর তদন্ত করে দুদক পি কে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর