শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

৫ লাখ টাকাসহ পুলিশ সদস্য আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার বিমানবন্দরের স্ক্যানারে ধরা পড়ে এক ব্যক্তির ব্যাগে ৫ লাখ টাকা। এত টাকার উৎস ও নথি চাইলে দায়িত্বরত কর্মকর্তাদের ১ লাখ টাকা ঘুষ অফার করেন তিনি। পরে বিষয়টি নিয়ে তর্ক-বিতর্ক হলে ওই ব্যক্তি নিজেকে পুলিশের সহকারী উপ-পরিদর্শক  হিসেবে পরিচয় দেয়। এরপর তাকে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করে বিমানবন্দর কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিমানবন্দরের স্ক্যানারের দায়িত্বে থাকা বাহার খান বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে এক ব্যক্তির ব্যাগ স্ক্যানারে দেওয়া হয়। সেখানে মোটা অংকের নগদ অর্থ দেখা যায়। তখন তার কাছে এ টাকার উৎস বা বৈধ কাগজপত্র চাওয়া হয়। দিতে না পারায় তাকে আমরা দায়িত্বরত এপিবিএনের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেয়। তখন তিনি নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে আমাকে ১ লাখ টাকা ঘুষ অফার করেন। টাকাগুলোর কোনো উৎস তিনি দেখাতে না পারায় তাকে এপিবিএনের কাছে বুঝিয়ে দেওয়া হয়। বাকি ব্যবস্থা তারাই করবেন। তবে ৮ এপিবিএনের বিমানবন্দর ক্যাম্পের ইনচার্জ তাহসিন তাজ বিষয়টি অস্বীকার করেন। দাবি করেন এ ধরনের কোনো কর্মকর্তা নগদ অর্থসহ আটকের খবর তার কাছে নেই। এদিকে আটক ব্যক্তিকে নিজেদের সদস্য নিশ্চিত করে কক্সবাজার কোর্ট পুলিশ পরিদর্শক সারোয়ার আলম বলেন, তাকে কেন আটক করা হয়েছে তা আমি এখনো জানতে পারিনি।

সর্বশেষ খবর