রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

অস্ত্রধারীদের বিরুদ্ধে লড়াই করেই টিকে থাকতে হচ্ছে

------- দীপংকর তালুকদার

অস্ত্রধারীদের বিরুদ্ধে লড়াই করেই টিকে থাকতে হচ্ছে

উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনের বিপর্যয়ের পর নড়বড়ে বসেছে রাঙামাটি জেলা আওয়ামী লীগ। অনেকটা তড়িঘড়ি করেই শেষ করা হচ্ছে দল গোছানোর কাজ। সেই সঙ্গে নেতা-কর্মীরা নিজেদের দলের সমস্যাকে বড় করে না দেখলেও নির্বাচনে আঞ্চলিক রাজনৈতিক দলকে কাল ভাবছেন। এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, দলীয়ভাবে যথেষ্ট শক্তিশালী জেলা আওয়ামী লীগ। পাহাড়ের মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে। কারণ বর্তমান সরকারের তিন মেয়াদে যে উন্নয়ন পাহাড়ে হয়েছে, সে উন্নয়ন অন্য কোনো দলের সরকার কখনোই করেনি। কারোনা কালেও পাহাড়ের মানুষের পাশে ছিল আওয়ামী লীগ। শুধু তাই নয়, যে কোনো দুর্যোগেও আওয়ামী লীগ নেতা-কর্মীরা যার যার অবস্থান থেকে সহায়তার হাত বাড়িয়েছেন। তবে অবৈধ অস্ত্রধারীদের জন্য ঘুরে দাঁড়েতে পারছেন না তৃণমূল নেতা-কর্মীরা। চাঁদাবাজি ও অস্ত্রবাজির পাশাপাশি আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিধনে মরিয়া সশস্ত্র সন্ত্রাসীরা। হুমকি-ধমকি ও নির্যাতনের মুখে বাধ্য করা হচ্ছে দল ছাড়তে। নির্বাচন এলে শুরু হয় অবৈধ অস্ত্রধারীদের তৎপরতা। স্বতস্ত্র প্রার্থীর নামে অস্ত্রধারীরা রাজনীতে প্রবেশ করতে চায়। আমরা দেখেছি উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের কীভাবে নির্যাতন, গুম, হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। অস্ত্রের মুখে ভোট কেড়ে নিলে জয়ী হওয়া যায় না। যদি কোথাও আওয়ামী লীগ আসন হারায়- তাহলে সেটা হবে অবৈধ অস্ত্রের কারণে। তিনি আরও বলেন, শুধু আওয়ামী লীগ নয় সাধারণ মানুষও পার্বত্যাঞ্চলে গণতান্ত্রিক ভোটের অধিকার হারিয়েছে। পাহাড়ের মানুষ ইচ্ছা করলে নিজের প্রার্থীকে ভোট দিতে পারেন না। তাদের ভোট দিতে দেওয়া হয় না। আঞ্চলিক রাজনৈতিক দলগুলো পাহাড়ের সাধারণ মানুষকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে রেখেছে। তবুও একাদশ নির্বাচনে তারা আওয়ামী লীগের জয় বাধাগ্রস্ত করতে পারেনি। এবারের নির্বাচনেও অস্ত্র নির্যাতন প্রতিহত করে পাহাড়ের মানুষ আওয়ামী লীগকেই ভোট দেবেন।

সর্বশেষ খবর