রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ষড়যন্ত্র সহ্য করবে না জাতীয় পার্টি

------ হারুনুর রশিদ মাতব্বর

ষড়যন্ত্র সহ্য করবে না জাতীয় পার্টি

একলা চলো নীতিতে অগ্রসর হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন জাতীয় পার্টি নেতারা। যদিও দলের কর্ম তৎপরতা তেমন নেই। নেই কোনো সভা সমাবেশও। তার পরেও জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি রয়েছে দলটিতে। এরই মধ্যে শুরু হয়েছে দল গোছানোর কাজ। পর্যায়ক্রমে সাংগঠনিক তৎতরতা আরও জোরালো করা হবে বলে জানিয়েছেন জেলা জাতীয় পার্টির সভাপতি হারুনুর রশিদ মাতব্বর।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে রাঙামাটি জেলাব্যাপী পার্টির সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে শুরু হয়েছে গণসংযোগ ও জনমত গঠন। এইচ এম এরশাদের শাসনামলে ১৯৮৬ ও ১৯৮৮ সালে রাঙামাটি আসনে জাতীয় পার্টি থেকে পরপর দুবার নির্বাচিত হয়েছিলেন বিকে দেওয়ান। ১৯৯১ সালের নির্বাচনে এ আসনে জাতীয় পার্টির প্রার্থী ছিলেন প্রয়াত পারিজাত কুসুম চাকমা। ওই নির্বাচনে তিনি হেরে গেলেও বিপুল ভোট পান। পরে আর জাতীয় পার্টি এ জেলায় শক্ত অবস্থানে যেতে পারেনি। তবে পাহাড়ি-বাঙালি সমন্নয়ে জাতীয় পার্টি কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা দলীয়ভাবে যথেষ্ট ঐক্যবদ্ধ। এবারও নির্বাচনে আমাদের প্রার্থী অংশগ্রহণ করবে। জাতীয় পার্টি বহু ষড়যন্ত্রের শিকার হয়েছে। আর কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না।

সর্বশেষ খবর