নরসিংদীতে পাঁচটি সংসদীয় আসন। সবই এখন আওয়ামী লীগের দখলে। দলে মতভেদ আছে। তবে জেলার বর্তমান নেতৃত্ব তা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন বলে জানা গেছে। একসময় বিএনপির দুর্গ ছিল এ জেলা। জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি আন্দোলনের পাশাপাশি তৃণমূলে দল ঢেলে সাজানোয় ব্যস্ত। জাতীয় পার্টির নেতারা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দল গোছানোয় তৎপর রয়েছেন। বড় দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করেছেন নরসিংদী প্রতিনিধি সঞ্জিত সাহা
► সরকারের উন্নয়নের সুফল পাচ্ছে মানুষ
► ব্যর্থ সরকার পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে
► জনগণের আস্থা অর্জনে দুই দলই ব্যর্থ