বাজারে দাম বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পিঁয়াজ, আটা ও চিনির। তবে কমেছে ডিম ও শীতকালীন সবজির দাম। গতকাল রাজধানীর শনির আখড়া বাজার ঘুরে দামের এমন চিত্র দেখা গেছে। সেখানে আকারভেদে বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ২০-৪০ টাকায়। এ ছাড়া শসা প্রতি কেজি ৬০-৭০, লম্বা বেগুন ৩০-৩৫ , গোল বেগুন ৪০-৫০, টমেটো ৮০-১০০, শিম ৪০-৬০, করলা ৫০-৬০, চিচিঙ্গা ৬০, পটল ৬০, ঢেঁড়স ৬০, কচুর লতি ৫০-৬০, পেঁপে ২০-২৫, বরবটি ৫০-৬০, ধুন্দুল ৪০-৫০ ও কাঁচা মরিচ ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। চালকুমড়া প্রতিটি ৫০-৬০, লাউ ৫০-৬০, মিষ্টিকুমড়া ৬০-৭০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। কাঁচকলা ৪০ ও লেবুর হালি ১৫-২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। শনির আখড়া বাজারের বিক্রেতা সাগর রহমান বলেন, বাজারে এখন অনেক সবজি। এক সপ্তাহ আগেও ৪০-৫০ টাকায় যে ফুলকপি বিক্রি হতো এখন তা ৩০-৪০ টাকায় পাওয়া যাচ্ছে। দেশের বিভিন্ন এলাকা থেকে প্রচুর সবজি ঢাকায় আসছে। আগামী কয়েক মাস সবজির দাম কম থাকবে বলেও জানান তিনি।
বাজারে আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়। এক সপ্তাহ আগে ২৫ থেকে ৩৫ টাকায় বিক্রি হতো। পিঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫-৬০ টাকায়। সাত দিন আগেও কেজি ছিল ৪৫ থেকে ৫৫ টাকা। রসুনের কেজি ১২০-১৩০ ও আদা ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
রায়েরবাগ বাজারের বিক্রেতা আল মামুন বলেন, আলুর উৎপাদন ভালো হওয়ায় দাম কমেছে। এ ছাড়া সরবরাহ কম থাকায় পিঁয়াজের দাম বেড়েছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মতে, এক সপ্তাহের ব্যবধানে পিঁয়াজের দাম কেজি প্রতি বেড়েছে ৫ টাকা। গত সপ্তাহে যেখানে পিঁয়াজ ৪০ টাকা কেজি বিক্রি হতো এ সপ্তাহে তা ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দাম হালি প্রতি ২ টাকা কমেছে। গত সপ্তাহে হালি ৩৮ টাকা করে বিক্রি হয়েছে। এ সপ্তাহে ৩৬ টাকা। রামপুরা বাজারে খোলা চিনি প্রতি কেজি ১২০ ও প্যাকেটজাত চিনি ১২৫-১৩০ টাকায় বিক্রি হচ্ছে। লাল চিনি ১৪০ টাকা। কেজিতে ৫ টাকা বেড়ে খোলা আটা ৬৫ ও প্যাকেটজাত আটা ৭২-৭৫ টাকায় বিক্রি হচ্ছে। ২ কেজির প্যাকেট আটা বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। দেশি মসুরের ডাল ১৩০-১৪০ ও ভারতীয় মসুরের ডালের কেজি ১২০-১২৫ টাকা। সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। ৫ লিটারের বোতল ৯২৫ টাকায় বিক্রি হচ্ছে। এসব বাজারে লবণের কেজি বিক্রি হচ্ছে ৩৮-৪০ টাকায়। হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকা। দেশি মুরগির ডিমের ডজন ১৮০-১৯০ টাকা। বাজারে প্রতি কেজি গরুর মাংস ৬৮০-৭০০ ও খাসির মাংস বিক্রি হচ্ছে ৮৫০-৯০০ টাকায়। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকায়। কমেছে সোনালি মুরগির দাম। কেজি বিক্রি হচ্ছে ২৫০-২৭০ টাকায়। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৫০-২৬০ টাকায়।