বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর ‘স্বেচ্ছায় মৃত্যুবরণ’ করেছেন বলে মামলার ছায়া তদন্তকারী সংস্থা র্যাব যে দাবি করেছে, সেই তথ্যপ্রমাণ দেখতে এবার র্যাব সদর দফতরে গেছেন তার বন্ধু ও সহপাঠীরা। গতকাল বিকাল ৪টার দিকে তারা সেখানে যান।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান গণমাধ্যমকে জানিয়েছেন, ‘বুয়েটের শিক্ষার্থীরা কথা বলতে র?্যাব সদর দফতরে এসেছেন। তাদের সঙ্গে কথা বলা হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যান বুয়েটের শিক্ষার্থীরা। সেখানে তদন্ত কর্মকর্তাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা আলোচনা করেন তারা। বৈঠক শেষে শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, ‘কিছু কিছু জায়গায় গ্যাপ আছে, কিছু অস্পষ্টতা আছে। এগুলো আরও পরিষ্কার হওয়া দরকার।’