বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

চিত্রায় বিরল ঘড়িয়াল

নড়াইল প্রতিনিধি

চিত্রায় বিরল ঘড়িয়াল

নড়াইলে চিত্রা নদীতে ধরা পড়েছে বিরল প্রজাতির ঘড়িয়াল। সোমবার দুপুরে জেলার কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের খড়রিয়া গ্রামের জোবায়ের বিশ্বাসের ইটভাটা সংলগ্ন চিত্রা নদীতে এটি ধরা পড়ে। পরে স্থানীয় ইউপি চত্বরে রাখা হয়। ঘড়িয়ালটি একনজর দেখতে সেখানে শত শত উৎসুক নারী-পুরুষ ও শিশু ভিড় করেন। সন্ধ্যার আগে বিরল এবং প্রায় বিপন্ন প্রজাতির এ প্রাণীটি বন্যপ্রাণী সম্প্রসারণ এবং প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা অঞ্চলের কাছে হস্তান্তর করে স্থানীয় বন বিভাগ। পেড়লী ইউপি চেয়ারম্যান মো. জারজিদ মোল্যা বলেন, ‘সোমবার দুপুর ১টার দিকে স্থানীয়রা ঘড়িয়ালটি দেখতে পান। এরপর খড়রিয়া গ্রামের আজিমুল মোল্যাসহ ১০-১২ জন মিলে চারদিকে বড় জাল দিয়ে ঘেরাও করে ঘড়িয়ালটি আটক করেন। এরপর সেটি ইউপি চত্বরে নিয়ে আসা হয়। সন্ধ্যার দিকে বন বিভাগের কাছে লিখিতভাবে হস্তান্তর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘড়িয়ালটি প্রায় পাঁচ ফুট লম্বা। চিত্রা নদীতে কয়েকমাস ধরে বিভিন্ন স্থানে ভাসতে দেখা যায়। এরই মধ্যে নদীতে পানি কমতে থাকায় এবং শীতকাল হওয়ায় রোদ পোহাতে সেটি ডাঙার দিকে চলে এসেছিল। বন বিভাগ সূত্র জানায়, বাংলাদেশে পদ্মা, যমুনা ও ব্রহ্মপুত্র এবং এগুলোর শাখা নদীতে এক সময় এ ধরনের ঘড়িয়াল প্রচুর মিলত। বিশেষজ্ঞদের ধারণা, আবাসস্থল ধ্বংস হয়ে যাওয়ায় বর্তমানে বাংলাদেশে প্রজননক্ষম কোনো ঘড়িয়াল নেই বললেই চলে। ঘড়িয়াল মহাবিপন্ন প্রাণী যা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ দ্বারা সংরক্ষিত।

কালিয়া উপজেলা বনবিভাগের কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, ‘ঘড়িয়ালটিকে আটক করতে পারার খবর পেয়ে বন্যপ্রাণী সম্প্রসারণ এবং প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা অঞ্চলের রেঞ্জ কর্মকর্তা মাহিনুর রহমান এসে নিয়ে গেছেন। এটি মিঠা পানির বিরল প্রজাতির ঘড়িয়াল বলে মনে করছেন তারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর