শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

সুন্দরবনে অপহৃত ১১ জেলে মুক্ত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

র‌্যাব-৬ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে বাগেরহাটের সুন্দরবনে মুক্তিপণের উদ্দেশে অপহৃত ১১ জেলে মুক্ত হয়েছে। ১৫ ডিসেম্বর সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের বেড়ির খাল ও অরমল খালের জেলেবহর থেকে অজ্ঞাত পরিচয়ে একটি দস্যু বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণ করে। র‌্যাব-৬-এর একটি আভিযানিক দল অপহৃত জেলেদের উদ্ধারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ২০ ডিসেম্বর বাগেরহাট জেলার মোংলা থানাধীন বিভিন্ন এলাকায় র‌্যাব এবং কোস্ট গার্ড অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান পরিচালনা করে। অভিযানে র‌্যাব ও কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা অপহৃত ১১ জন জেলেকে রেখে পালিয়ে যায়। মুক্ত জেলেরা হলেন- আকরাম শেখ, আনিচ শেখ, মিলন শেখ, রফিকুল ইসলাম খান, শুকুর আলী ব্যাপারী, মনির ব্যাপারী, অলি শিকদার, বকতিয়ার ব্যাপারী, হানিফ হাওলাদার, সোহেল মল্লিক ও আসাদুল শেখ। জেলেদের বাড়ি বাগেরহাট জেলার রামপাল, মোংলা, মোরলগঞ্জ, সদর এবং খুলনার বটিয়াঘাটা উপজেলায়।

সর্বশেষ খবর