মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

সন্দেহে পিটিয়ে হত্যা দুজনকে

নড়াইল প্রতিনিধি

নড়াইলে গরুচোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার বীরগ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আসাদুল শেখ (৩৬)। তিনি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার দাড়িয়া বারইডাঙ্গা গ্রামের গফুর শেখের ছেলে। পুলিশ খবর পেয়ে গতকাল সকাল ৯টার দিকে নড়াইল-গোবরা সড়কের পল্লী বিদ্যুৎ স্টেশনের পাশ থেকে ওই দুজনের লাশ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়রা জানান, গত এক মাসের মধ্যে বীরগ্রামের সুশেন বিশ্বাসের একটি, উজিরপুর গ্রামের রাম বিশ্বাসের পাঁচটি গরু চুরি হয়। এসব ঘটনার পর থেকে দুই গ্রামের লোক গরুচোর ধরতে নিয়মিত পাহারা দেওয়া শুরু করে। রবিবার রাতে বীরগ্রামের রেবো বিশ্বাসের বাড়িতে গরু চুরি করতে যায় চোরেরা।

তখন ওই বাড়ির মালিক চোর চোর বলে চিৎকার করতে থাকে। গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে চোরদের ধাওয়া দেয়। গ্রামবাসীর ধাওয়া খেয়ে চোর দলের তিন-চারজন পালিয়ে যায়। এ সময় গরুচোর সন্দেহে আসাদুল শেখ ও অন্য একজনকে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই ওই দুজন মারা যান। স্থানীয় কলোড়া ইউপি চেয়ারম্যান আশীষ কুমার বিশ্বাস বলেন, বীরগ্রামসহ আশপাশে দিনে ফেরিওয়ালা সেজে এ চক্রের সদস্যরা কম্বল, থালা-বাটি ও অন্যান্য মালামাল বিক্রির পাশাপাশি বিভিন্ন তথ্য সংগ্রহ করে। তারা রাতে চুরি করে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য দুজনের লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ খবর