সোমবার, ২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে গত চার দিনের ব্যবধানে তিন যুবক সীমান্তে প্রাণ হারালেন।

গতকাল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বিপুল মিয়া (২৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ভোর ৪টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ও ভারতের চ্যাংরাবান্ধা সীমান্তের ৮৪৩ মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। পাটগ্রাম থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক সত্যতা নিশ্চিত করে বলেন, ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ হয় বাংলাদেশি যুবক। পরে তার সঙ্গীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত বিপুল মিয়া (২৩) পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা গ্রামের রশিদুল ইসলামের ছেলে।

 রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। কীভাবে গুলিবিদ্ধ হয়েছে বিষয়টি জানা নেই। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

সর্বশেষ খবর