মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সিরাজগঞ্জে সংঘর্ষে ২২ জন গুলিবিদ্ধসহ আহত ৩০

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে দলিলের নকল তোলার মাত্র ২ হাজার টাকা লেনদেনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে আরিফ হোসেন নামে এক ব্যক্তির বন্দুকের গুলিতে ২২ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ইট-পাথরের আঘাতে উভয় পক্ষের আরও অনন্ত আটজন আহত হন। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ বন্দুকধারী আরিফ হোসেনকে আটকসহ বন্দুকটি জব্দ করেছে। গতকাল দুপুরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধদের মধ্যে ১৭ জনের নাম জানা গেছে। তারা হলেন- বাঐতারা গ্রামের শফিকুল, শাহাদৎ, ইমদাদুল, ফরিদুল, রাব্বী, রাফি, আবদুল বাসেত, মিলন, তোতা মিয়া, জাহিদ, আবদুল ওহাব, নাইস, আবদুল বারেক, শাহীন, ওমর, শফিকুল হযরত ও সেলিম। আটক আরিফ হোসেন একই গ্রামের মৃত আবদুল হাইয়ের ছেলে। সয়দাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নবিদুল ইসলাম জানান, বাঐতারা গ্রামের হেকমত আলী একটি জমির নকল ওঠানোর জন্য একই গ্রামের দলিল লেখক আলমকে ২ হাজার টাকা দেন। দলিল লেখক আলম টাকা নিলেও দলিলের নকল না দেওয়ায় শনিবার হেকমত আলী ও দলিল লেখক আলমের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল দুপুরে বাঐতারা বাজারে সালিশ বৈঠক বসে। বৈঠকে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় আরিফ তার লাইসেন্সধারী বন্দুক থেকে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে ২২ জন গুলিবিদ্ধ হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বন্দুকধারী আরিফকে আটক করা হয়েছে। এ ছাড়া উভয়পক্ষের আরও চারজনকে আটক করা হয়েছে। আটক চারজন ঘটনার সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজওয়ানুল ইসলাম জানান, লাইসেন্সকৃত একনলা বন্দুক থেকে গুলি ছোড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ খবর