সিরাজগঞ্জে দলিলের নকল তোলার মাত্র ২ হাজার টাকা লেনদেনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে আরিফ হোসেন নামে এক ব্যক্তির বন্দুকের গুলিতে ২২ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ইট-পাথরের আঘাতে উভয় পক্ষের আরও অনন্ত আটজন আহত হন। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ বন্দুকধারী আরিফ হোসেনকে আটকসহ বন্দুকটি জব্দ করেছে। গতকাল দুপুরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধদের মধ্যে ১৭ জনের নাম জানা গেছে। তারা হলেন- বাঐতারা গ্রামের শফিকুল, শাহাদৎ, ইমদাদুল, ফরিদুল, রাব্বী, রাফি, আবদুল বাসেত, মিলন, তোতা মিয়া, জাহিদ, আবদুল ওহাব, নাইস, আবদুল বারেক, শাহীন, ওমর, শফিকুল হযরত ও সেলিম। আটক আরিফ হোসেন একই গ্রামের মৃত আবদুল হাইয়ের ছেলে। সয়দাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নবিদুল ইসলাম জানান, বাঐতারা গ্রামের হেকমত আলী একটি জমির নকল ওঠানোর জন্য একই গ্রামের দলিল লেখক আলমকে ২ হাজার টাকা দেন। দলিল লেখক আলম টাকা নিলেও দলিলের নকল না দেওয়ায় শনিবার হেকমত আলী ও দলিল লেখক আলমের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল দুপুরে বাঐতারা বাজারে সালিশ বৈঠক বসে। বৈঠকে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় আরিফ তার লাইসেন্সধারী বন্দুক থেকে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে ২২ জন গুলিবিদ্ধ হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বন্দুকধারী আরিফকে আটক করা হয়েছে। এ ছাড়া উভয়পক্ষের আরও চারজনকে আটক করা হয়েছে। আটক চারজন ঘটনার সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজওয়ানুল ইসলাম জানান, লাইসেন্সকৃত একনলা বন্দুক থেকে গুলি ছোড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিরোনাম
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
- পদ্মার ভাঙনে জাজিরায় দিশেহারা কয়েক হাজার মানুষ
সিরাজগঞ্জে সংঘর্ষে ২২ জন গুলিবিদ্ধসহ আহত ৩০
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর