কুমিল্লার বুড়িচংয়ে চার তরুণ-তরুণীকে দেখে হাসাহাসির পরিণতিতে প্রাণই দিতে হলো রায়হান হোসেন খান (১৫) নামে এক স্কুলছাত্রকে। তাকে পিটিয়ে হত্যা করে ওই তরুণ-তরুণীদের স্বজনরা। উপজেলার শঙ্কুচাইল গ্রামে রবিবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত রায়হান হোসেন খান শঙ্কুচাইল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ও একই গ্রামের হাফিজ মেম্বারের বাড়ির সৌদি প্রবাসী গিয়াস খানের ছেলে। গতকাল বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, রাজাপুর রেলস্টেশন সংলগ্ন শঙ্কুচাইল গ্রামের পূর্ণমতি রাস্তার মাথায় রবিবার বিকালে দুটি মোটরসাইকেলে ঘুরতে আসে জগৎপুর গ্রামের চার তরুণ-তরুণী। তাদের দেখে হাসাহাসি করে স্থানীয় স্কুলছাত্ররা। এতে ক্ষুব্ধ হয়ে ওই তরুণরা স্কুলছাত্রদের চড়-থাপ্পড় দেয়। তবে এতেও তাদের ক্ষোভ মেটেনি। ওই তরুণরা জগৎপুর গ্রামে তাদের স্বজনদের মুঠোফোনে বিষয়টি জানায়। তখন জগৎপুর গ্রাম থেকে লোকজন সংঘবদ্ধ হয়ে স্কুলছাত্র রায়হান হোসেন খানসহ তাদের গ্রামের লোকজনের ওপর হামলা চালায়। এ ঘটনায় গুরুতর আহত স্কুলছাত্র রায়হানকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। পথে ঢাকার যাত্রাবাড়ী পৌঁছালে রাত সাড়ে ১১টার দিকে মারা যায় রায়হান। স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন বলেন, রায়হান হোসেন খান আমাদের পরিচিত। তার নামে কোনো অভিযোগ কখনো শুনিনি। তার মৃত্যু দুঃখজনক। রায়হানের মা রোজিনা আক্তার বলেন, তুচ্ছ ঘটনায় আমার ছেলেকে খুন করা হয়েছে। বুড়িচং থানার ওসি মারুফ রহমান জানান, ময়নাতদন্ত শেষে রায়হানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
শিরোনাম
- বরগুনায় ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু
- নিয়মকানুনের কড়াকড়িতে সিঙ্গাপুর ছাড়ছেন ধনী চীনারা
- চাঁপাইনবাবগঞ্জে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- ৬২ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বদলি
- রাকসু নির্বাচন : হল সংসদের ৩৯ পদে প্রতিদ্বন্দ্বী নেই, ৪ পদ ফাঁকা
- বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয় : রুমিন ফারহানা
- অন্তর্বর্তী সরকার সংবিধানের মৌলিক রদবদল করার ম্যান্ডেট রাখে না : জিল্লুর রহমান
- হ্যান্ডশেক এড়িয়ে বিতর্কে ভারত, ক্ষুব্ধ শোয়েব আখতার
- ‘চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে’
- অসুস্থতার ছুটি চেয়ে বার্তা, ১০ মিনিট পরেই হারালেন প্রাণ
- কিউবান অভিবাসীর চাপাতির কোপে প্রাণ গেল ভারতীয়ের, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ট্রাম্পের
- বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোয়ানের পদত্যাগ দাবি
- পাকিস্তান ক্রিকেটারদের মান নেই, সিঙ্গেলও নিতে পারে না: শোয়েব আখতার
- নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল সবিতা
- খেলার বাইরে রাজনীতি: ভারত–পাকিস্তান ম্যাচে ইতিহাসে নজিরবিহীন বিতর্ক
- ফরিদপুরে মহাসড়ক অবরোধের ঘটনায় ২৪০ জনের বিরুদ্ধে মামলা
- ইসরায়েলকে রুখতে ইসলামিক সামরিক জোট গঠনের আহ্বান ইরাকের
- শাহ আমানত বিমানবন্দরে হারানো ব্যাগ ফেরত পেলেন ইন্দোনেশিয়ান নাগরিক
- ভারতের কাছে পাকিস্তানের হারের প্রধান তিন কারণ
- বাঁশবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩