কুমিল্লার বুড়িচংয়ে চার তরুণ-তরুণীকে দেখে হাসাহাসির পরিণতিতে প্রাণই দিতে হলো রায়হান হোসেন খান (১৫) নামে এক স্কুলছাত্রকে। তাকে পিটিয়ে হত্যা করে ওই তরুণ-তরুণীদের স্বজনরা। উপজেলার শঙ্কুচাইল গ্রামে রবিবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত রায়হান হোসেন খান শঙ্কুচাইল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ও একই গ্রামের হাফিজ মেম্বারের বাড়ির সৌদি প্রবাসী গিয়াস খানের ছেলে। গতকাল বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, রাজাপুর রেলস্টেশন সংলগ্ন শঙ্কুচাইল গ্রামের পূর্ণমতি রাস্তার মাথায় রবিবার বিকালে দুটি মোটরসাইকেলে ঘুরতে আসে জগৎপুর গ্রামের চার তরুণ-তরুণী। তাদের দেখে হাসাহাসি করে স্থানীয় স্কুলছাত্ররা। এতে ক্ষুব্ধ হয়ে ওই তরুণরা স্কুলছাত্রদের চড়-থাপ্পড় দেয়। তবে এতেও তাদের ক্ষোভ মেটেনি। ওই তরুণরা জগৎপুর গ্রামে তাদের স্বজনদের মুঠোফোনে বিষয়টি জানায়। তখন জগৎপুর গ্রাম থেকে লোকজন সংঘবদ্ধ হয়ে স্কুলছাত্র রায়হান হোসেন খানসহ তাদের গ্রামের লোকজনের ওপর হামলা চালায়। এ ঘটনায় গুরুতর আহত স্কুলছাত্র রায়হানকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। পথে ঢাকার যাত্রাবাড়ী পৌঁছালে রাত সাড়ে ১১টার দিকে মারা যায় রায়হান। স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন বলেন, রায়হান হোসেন খান আমাদের পরিচিত। তার নামে কোনো অভিযোগ কখনো শুনিনি। তার মৃত্যু দুঃখজনক। রায়হানের মা রোজিনা আক্তার বলেন, তুচ্ছ ঘটনায় আমার ছেলেকে খুন করা হয়েছে। বুড়িচং থানার ওসি মারুফ রহমান জানান, ময়নাতদন্ত শেষে রায়হানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ