কুমিল্লার বুড়িচংয়ে চার তরুণ-তরুণীকে দেখে হাসাহাসির পরিণতিতে প্রাণই দিতে হলো রায়হান হোসেন খান (১৫) নামে এক স্কুলছাত্রকে। তাকে পিটিয়ে হত্যা করে ওই তরুণ-তরুণীদের স্বজনরা। উপজেলার শঙ্কুচাইল গ্রামে রবিবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত রায়হান হোসেন খান শঙ্কুচাইল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ও একই গ্রামের হাফিজ মেম্বারের বাড়ির সৌদি প্রবাসী গিয়াস খানের ছেলে। গতকাল বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, রাজাপুর রেলস্টেশন সংলগ্ন শঙ্কুচাইল গ্রামের পূর্ণমতি রাস্তার মাথায় রবিবার বিকালে দুটি মোটরসাইকেলে ঘুরতে আসে জগৎপুর গ্রামের চার তরুণ-তরুণী। তাদের দেখে হাসাহাসি করে স্থানীয় স্কুলছাত্ররা। এতে ক্ষুব্ধ হয়ে ওই তরুণরা স্কুলছাত্রদের চড়-থাপ্পড় দেয়। তবে এতেও তাদের ক্ষোভ মেটেনি। ওই তরুণরা জগৎপুর গ্রামে তাদের স্বজনদের মুঠোফোনে বিষয়টি জানায়। তখন জগৎপুর গ্রাম থেকে লোকজন সংঘবদ্ধ হয়ে স্কুলছাত্র রায়হান হোসেন খানসহ তাদের গ্রামের লোকজনের ওপর হামলা চালায়। এ ঘটনায় গুরুতর আহত স্কুলছাত্র রায়হানকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। পথে ঢাকার যাত্রাবাড়ী পৌঁছালে রাত সাড়ে ১১টার দিকে মারা যায় রায়হান। স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন বলেন, রায়হান হোসেন খান আমাদের পরিচিত। তার নামে কোনো অভিযোগ কখনো শুনিনি। তার মৃত্যু দুঃখজনক। রায়হানের মা রোজিনা আক্তার বলেন, তুচ্ছ ঘটনায় আমার ছেলেকে খুন করা হয়েছে। বুড়িচং থানার ওসি মারুফ রহমান জানান, ময়নাতদন্ত শেষে রায়হানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
হাসাহাসি থেকে পিটিয়ে হত্যা স্কুলছাত্রকে
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর