কুমিল্লার বুড়িচংয়ে চার তরুণ-তরুণীকে দেখে হাসাহাসির পরিণতিতে প্রাণই দিতে হলো রায়হান হোসেন খান (১৫) নামে এক স্কুলছাত্রকে। তাকে পিটিয়ে হত্যা করে ওই তরুণ-তরুণীদের স্বজনরা। উপজেলার শঙ্কুচাইল গ্রামে রবিবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত রায়হান হোসেন খান শঙ্কুচাইল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ও একই গ্রামের হাফিজ মেম্বারের বাড়ির সৌদি প্রবাসী গিয়াস খানের ছেলে। গতকাল বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, রাজাপুর রেলস্টেশন সংলগ্ন শঙ্কুচাইল গ্রামের পূর্ণমতি রাস্তার মাথায় রবিবার বিকালে দুটি মোটরসাইকেলে ঘুরতে আসে জগৎপুর গ্রামের চার তরুণ-তরুণী। তাদের দেখে হাসাহাসি করে স্থানীয় স্কুলছাত্ররা। এতে ক্ষুব্ধ হয়ে ওই তরুণরা স্কুলছাত্রদের চড়-থাপ্পড় দেয়। তবে এতেও তাদের ক্ষোভ মেটেনি। ওই তরুণরা জগৎপুর গ্রামে তাদের স্বজনদের মুঠোফোনে বিষয়টি জানায়। তখন জগৎপুর গ্রাম থেকে লোকজন সংঘবদ্ধ হয়ে স্কুলছাত্র রায়হান হোসেন খানসহ তাদের গ্রামের লোকজনের ওপর হামলা চালায়। এ ঘটনায় গুরুতর আহত স্কুলছাত্র রায়হানকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। পথে ঢাকার যাত্রাবাড়ী পৌঁছালে রাত সাড়ে ১১টার দিকে মারা যায় রায়হান। স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন বলেন, রায়হান হোসেন খান আমাদের পরিচিত। তার নামে কোনো অভিযোগ কখনো শুনিনি। তার মৃত্যু দুঃখজনক। রায়হানের মা রোজিনা আক্তার বলেন, তুচ্ছ ঘটনায় আমার ছেলেকে খুন করা হয়েছে। বুড়িচং থানার ওসি মারুফ রহমান জানান, ময়নাতদন্ত শেষে রায়হানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
শিরোনাম
- দক্ষিণ আফ্রিকায় হতে যাচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন, বর্জন যুক্তরাষ্ট্রের
- চাপের মুখে ডিজিটাল নীতিমালা শিথিল করতে যাচ্ছে ইইউ
- সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে শক্ত অবস্থানে থাকার আহ্বান মঈন খানের
- পাকিস্তানের আকাশসীমা বন্ধে বিপাকে এয়ার ইন্ডিয়া, চীনের আকাশ ব্যবহারে লবিং
- ফিলিপাইনে বিক্ষোভের মুখে দুই মন্ত্রীর পদত্যাগ
- ঝিনাইগাতীতে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
- মাইলফলকের ম্যাচে মুশফিকের ফিফটি
- রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীসহ গ্রেপ্তার ১৭
- অত্যাধুনিক চীনা সাবমেরিন পাচ্ছে পাকিস্তান, ভারতের আধিপত্যে চ্যালেঞ্জ
- রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১
- নারী ক্রিকেটারদের নিয়ে লিঙ্গ সংবেদনশীলতা কর্মশালা
- একজন নয়, প্রতি ভোটকেন্দ্রে পাঁচজন সেনাসদস্য চায় জামায়াত
- গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : মির্জা ফখরুল
- দেশজুড়ে মোবাইল ফোন বিক্রির সব দোকান বন্ধের ঘোষণা
- নির্বাচন কমিশনকে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখার আহ্বান জোনায়েদ সাকির
- মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় কয়েক দফা হামলা ইউক্রেনের
- সাংবাদিক সোহেলকে ডিবি তুলে নেওয়ার বিষয়ে যা বলল টেলিযোগাযোগ মন্ত্রণালয়
- গণঅভ্যুত্থানে অংশীজনদের নিয়ে আসন সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছি: নুর
- পল্লবীতে যুবদল নেতা হত্যা, দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
- নারীদের পেছনে রেখে পুরুষরা এগিয়ে যেতে পারবে না : ধর্ম উপদেষ্টা
হাসাহাসি থেকে পিটিয়ে হত্যা স্কুলছাত্রকে
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর