কুমিল্লার বুড়িচংয়ে চার তরুণ-তরুণীকে দেখে হাসাহাসির পরিণতিতে প্রাণই দিতে হলো রায়হান হোসেন খান (১৫) নামে এক স্কুলছাত্রকে। তাকে পিটিয়ে হত্যা করে ওই তরুণ-তরুণীদের স্বজনরা। উপজেলার শঙ্কুচাইল গ্রামে রবিবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত রায়হান হোসেন খান শঙ্কুচাইল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ও একই গ্রামের হাফিজ মেম্বারের বাড়ির সৌদি প্রবাসী গিয়াস খানের ছেলে। গতকাল বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, রাজাপুর রেলস্টেশন সংলগ্ন শঙ্কুচাইল গ্রামের পূর্ণমতি রাস্তার মাথায় রবিবার বিকালে দুটি মোটরসাইকেলে ঘুরতে আসে জগৎপুর গ্রামের চার তরুণ-তরুণী। তাদের দেখে হাসাহাসি করে স্থানীয় স্কুলছাত্ররা। এতে ক্ষুব্ধ হয়ে ওই তরুণরা স্কুলছাত্রদের চড়-থাপ্পড় দেয়। তবে এতেও তাদের ক্ষোভ মেটেনি। ওই তরুণরা জগৎপুর গ্রামে তাদের স্বজনদের মুঠোফোনে বিষয়টি জানায়। তখন জগৎপুর গ্রাম থেকে লোকজন সংঘবদ্ধ হয়ে স্কুলছাত্র রায়হান হোসেন খানসহ তাদের গ্রামের লোকজনের ওপর হামলা চালায়। এ ঘটনায় গুরুতর আহত স্কুলছাত্র রায়হানকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। পথে ঢাকার যাত্রাবাড়ী পৌঁছালে রাত সাড়ে ১১টার দিকে মারা যায় রায়হান। স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন বলেন, রায়হান হোসেন খান আমাদের পরিচিত। তার নামে কোনো অভিযোগ কখনো শুনিনি। তার মৃত্যু দুঃখজনক। রায়হানের মা রোজিনা আক্তার বলেন, তুচ্ছ ঘটনায় আমার ছেলেকে খুন করা হয়েছে। বুড়িচং থানার ওসি মারুফ রহমান জানান, ময়নাতদন্ত শেষে রায়হানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
শিরোনাম
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর