নিজের ভবিষ্যৎ গড়তে আর পরিবারের স্বপ্ন পূরণে দালালের মাধ্যমে ইরানে গিয়েছিলেন সুনামগঞ্জ শান্তিগঞ্জের সম্ভাবনাময় তরুণ তানিল আহমদ (২২)। আরও বড় স্বপ্নচূড়ায় আরোহণের আশায় ইরান থেকে তুরস্ক হয়ে অবৈধ পথে গ্রিসে প্রবেশ করতে চেয়েছিলেন তানিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিণতি, তুরস্কে যাওয়ার পথে তীব্র শীতে অসুস্থ হয়ে বরফের মধ্যে সলিল সমাধি হয়েছে তার। তানিল আহমদের বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামে। গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে সে। চার ভাই ও তিন বোনের মধ্যে তানিল সবার বড়। পড়ালেখায় ও খেলাধুলা ভালো হলেও বাবার মৃত্যুর পর অভাবের সংসারে পরিবারের স্বপ্ন পূরণে গেল বছরের অক্টোবরে স্থানীয় দালালের মাধ্যমে ইরানে পারি জমান তানিল। তার স্বপ্ন ছিল- সেখানে থেকে ইউরোপে গিয়ে সবাইকে নিয়ে সুখে-শান্তিতে দিনযাপন করার। তবে ইরান থেকে তুরস্কে যাওয়ার পথে তীব্র ঠান্ডায় বরফে জমে ইউরোপ স্বপ্নের সলিল সমাধি হয় তানিলের। ৯ জানুয়ারি বরফের স্তূপে পড়ে থাকা তানিলের মরদেহের ছবি পরিবারকে পাঠালে মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যায়। তানিলের মৃত্যুতে গ্রামের বাড়িসহ সর্বত্র চলছে শোকের মাতম। তানিলের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিবেশী শাহীন নামের এক দালালের মাধ্যমে ৫ লাখ টাকা চুক্তিতে ইরান যান তানিল। সেখানে অবস্থানরত শাহীনের কাছে দুই মাস অবস্থান করার পর আরও ১ লাখ ৭০ হাজার টাকা চুক্তি করে তুরস্ক প্রবেশ করার কথা ছিল তানিলের। তীব্র শীতের মধ্যে গেইমে (দলে) না দেওয়ার কথা ছিল দালাল শাহীনের সঙ্গে। পরিবারের নিষেধ থাকার পরও ঝুঁকিপূর্ণ অবস্থায় চাপ প্রয়োগ করে ৩৪ জন অধিবাসীর সঙ্গে ইরান সীমান্তে বর্ডার ক্রস করতে নিয়ে যাওয়া হয় তানিলকে। তুরস্কে প্রবেশ করতে ব্যর্থ হওয়ায় ইরানে ফেরত আসে দলটি। আর তীব্র ঠান্ডায় বরফে আটকা পড়ে মৃত্যু হয় তানিল আহমদের। ৯ জানুয়ারি মধ্যরাতে তানিলের লাশের ছবি পাঠায় গেইমে থাকা সঙ্গীরা। তানিলের লাশ ইরানের পুলিশ ক্যাম্পে রয়েছে বলে জানানো হয়েছে। তানিলের মৃত্যুর সংবাদে অসহায় হয়ে পড়েছে পিতৃহারা পরিবারটি। কেঁদে কেঁদে বারবার মূর্ছা যাচ্ছেন তানিলের মা। পরিবারের নিষেধ থাকার পরও দালাল চাপ প্রয়োগ করে গেইমে নিয়ে মৃত্যুরমুখে ফেলেছে বলে দাবি তানিলের বিধবা মা সেলিনা বেগম ও তার ছোট ছেলে জামিল আহমদের। তানিলের লাশ দেশে ফিরিয়ে আনতে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আকুতি জানিয়েছেন তারা। এদিকে লাশ দেশে আনতে যাবতীয় আইনি সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়ে শান্তিগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সকিনা আক্তার বলেন, পরিবার আবেদন করলে প্রত্যয়নপত্রসহ ইমেইলের মাধ্যমে দুতাবাসে যোগাযোগ করে লাশ দেশে ফিরিয়ে আনতে যাবতীয় সহযোগিতা করা হবে।
শিরোনাম
- বাগেরহাটে ভারতীয় নাগরিককে এনআইডি দেওয়ার অভিযোগ, দুদকের মামলা
- রাতের আঁধারে কুপিয়ে জখম, আরো একজন মারা গেছেন
- ফ্যাসিস্ট শেখ হাসিনার বিষয়ে নাক গলাতে চান না রাহুল গান্ধী
- পেছাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ
- পাকিস্তানে হামলা: কাশ্মীর নিয়ে নতুন করে কঠিন চাপে ভারত
- ঢাকার মূল সড়কে কোনো রিকশা চলতে পারবে না : ডিএনসিসি প্রশাসক
- কোম্পানীগঞ্জে প্রবাসীর ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ
- গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- কেন মধ্যপ্রাচ্য দিয়ে বিদেশ সফর শুরু করলেন ট্রাম্প?
- টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোয়াড দিল দক্ষিণ আফ্রিকা
- সৌদি আরবের সাথে ‘১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি’ হচ্ছে যুক্তরাষ্ট্রের
- পুশইন করা ৭৫ জনকে পরিবারের কাছে হস্তান্তর, ৩ ভারতীয়কে আদালতে প্রেরণ
- নাগরপুরে ইউপি চেয়ারম্যান শওকত আলী গ্রেফতার
- রাজশাহী নার্সিং কলেজে দু’পক্ষের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০
- ভারতের সাথে সংঘর্ষে ১১ সেনাসহ ৫১ জন নিহত : পাকিস্তান সেনাবাহিনী
- মাদারীপুরে হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
- ২০২৭ বিশ্বকাপে দেখা যাবে না রোহিত-কোহলিকে
- ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কিনবে সরকার
- রাজনৈতিক দলের সঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যানের মতবিনিময় সভা
- হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৪০