শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

কুয়াশায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ একজন নিহত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চিরিরবন্দরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. রাসেল আহমেদ (১৮) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। পুুলিশ বলছে, ঘন কুয়াশার কারণে মহাসড়কে দেখতে অসুবিধা হওয়ায় দুর্ঘটনাটি ঘটতে পারে।

গতকাল ভোর ৫টার দিকে চিরিরবন্দরের পুনট্টি ইউনিয়নের উচিতপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ট্রাক হেলপার রাসেল নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর গ্রামের কামরুল হাসানের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই মহাসড়কের চিরিরবন্দরের উচিতপুর বাজারের মোড়ে দিনাজপুর থেকে আসা ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে ফুলবাড়ি থেকে আসা কয়লাবোঝাই অন্য একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ধানবোঝাই ট্রাকের হেলপার রাসেল নিহত হন। এ সময় দুই ট্রাকের চালক ও একজন হেলপারকে উদ্ধার করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিরিরবন্দর থানার ওসি মো. বজলুর রশিদ বলেন, ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে মহাসড়কে দেখতে অসুবিধা হওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে। ট্রাক দুটি পুলিশি হেফাজতে রয়েছে।

সর্বশেষ খবর