শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

এসব চ্যালেঞ্জ ঘিরে উদ্যোগ নিয়েছে সরকার

-ড. নাজনীন আহমেদ

এসব চ্যালেঞ্জ ঘিরে উদ্যোগ নিয়েছে সরকার

বিশিষ্ট অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ বলেছেন, আমাদের দেশের অর্থনীতি নিয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) যে ঝুঁকিগুলো চিহ্নিত করেছে, তা ইতোমধ্যে আলোচিত চ্যালেঞ্জ। নতুন বিষয় নয়। কয়েক মাস ধরে গণমাধ্যম, অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টরা এসব চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করছেন। এসব চ্যালেঞ্জ ঘিরেই সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. নাজনীন আহমেদ বলেন, সব দিক মিলে ২০২৩ সাল একটা  চ্যালেঞ্জের বছর। বাংলাদেশের জন্য, সারা দুনিয়ার জন্য। বাংলাদেশের অর্থনৈতিক শক্তি পরীক্ষার বছর। দুর্যোগ মোকাবিলায় আমরা কতটা শক্তিশালী তা পরীক্ষার বছর। যে কারণেই হোক এসব সংকট আমরা মোকাবিলা করছি। রিজার্ভের সমস্যা, ডলারের দাম বাড়ছে। আমদানি ব্যয় বাড়ছে। উচ্চমূল্যের কারণে মূল্যস্ফীতি সহজে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তিনি বলেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যেসব ঝুঁকির কথা বলছে, কয়েক মাস ধরে আমরা নিজেদের মধ্যে সেসব বিষয় নিয়ে আলোচনা করছি। সরকারের বিভিন্ন পদক্ষেপও এগুলো কেন্দ্র করেই। বিভিন্ন জায়গায় সরকারের ব্যয় কমানোর পরিকল্পনা রয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যে সংকটের কথা বলছে, তা আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন ২০২৩ সালে আমাদের বেশ কিছু ক্ষেত্রে সতর্কতার সঙ্গে চলতে হবে। আবার বিশ্বজুড়ে বিভিন্ন উন্নত দেশ, বিশেষ করে যেসব দেশে আমাদের পণ্য রপ্তানি হয় সেই ইউরোপ, আমেরিকায় মন্দা চলছে। ড. নাজনীন আহমেদ বলেন, ২০২৩ সালে সরকারি-বেসরকারি খাত মিলে এ আশঙ্কাগুলো আমাদের মাথায় রাখতে হবে। যার যতটুকু সম্ভব কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিতে হবে। আমি মনে করি, সব দায়িত্ব সরকারের নয়। গেল বছরের মার্চ থেকেই আমাদের পণ্যমূল্য বেড়েছে। সাত-আট মাস ধরে এটা চড়া। তখনই বাড়তে শুরু করেছে মূল্যস্ফীতি। হঠাৎ করেই অতি উচ্চ পণ্যমূল্য নিয়ন্ত্রণ করা যায় না। মানুষকে শুধু সহায়তা দেওয়া যায়। আমদানি খরচ বেড়ে গেলে তখন কী করা যাবে? আমদানিকারককে লোকসান করতে বলবেন? এটা তো হবে না। এ কারণে সরকার এখন থেকেই রোজার পণ্য বেচাকেনার বিষয়ে পদক্ষেপ নিতে শুরু করেছে। তেল, চিনি, ছোলা ও খেজুরের দামেও যাতে মূল্যস্ফীতি না হয় সেজন্য পদক্ষেপ নিতে বলেছে সরকার। যেহেতু আমদানির কারণে পণ্যমূল্য বেশি। এটা চড়া থাকাই স্বাভাবিক। এটা চড়াই থাকতে পারে বছরজুড়ে।

সর্বশেষ খবর