শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দাম নিয়ন্ত্রণে সর্বস্তরে মনিটরিং দরকার

-ড. জামালউদ্দিন আহমদ

দাম নিয়ন্ত্রণে সর্বস্তরে মনিটরিং দরকার

বিশিষ্ট অর্থনীতিবিদ ড. জামালউদ্দিন আহমদ বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য সবাইকে সম্মিলিতভাবে মনিটরিং ও কাজ করতে হবে। প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত কর্মকর্তাদের বাজারব্যবস্থা মনিটরিং করতে হবে। এ কার্যক্রমের সঙ্গে যুক্ত হতে হবে মন্ত্রী ও সংসদ সদস্যদের। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. জামালউদ্দিন আহমদ বলেন, অনেক সময় নানা অজুহাতে জিনিসপত্রের দাম বাড়ানো হয়। রাশিয়া-ইউক্রেন  যুদ্ধের কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে। তাই বলে এখন শৈত্যপ্রবাহের কারণে দাম বাড়তে পারে না। এসব বিষয় কঠোরভাবে মনিটরিং করতে হবে। যাতে কোনো কারণ ছাড়াই জিনিসপত্রের দাম না বাড়ে। জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে হলে প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে মাঠ প্রশাসনের সব কর্মকর্তাকে একসঙ্গে কাজ করতে হবে। এ কাজে মন্ত্রী, স্থানীয় সংসদ সদস্যরাও যুক্ত হতে পারেন। এতে মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কমবে।  তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে এসব পণ্য আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন সেটা গুরুত্বসহকারে পরিপালন করতে হবে। ঋণপত্র খোলার ক্ষেত্রে পণ্যের প্রয়োজনীয়তা বিবেচনা করে ছোট, মাঝারি ও বড় সব ব্যবসায়ীকে সমান সুযোগ দিতে হবে। যাদের তদবির ভালো এখন শুধু তাদের এলসি খোলা হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলো এলসি খুলতে পারছে না।

ড. জামালউদ্দিন আহমদ বলেন, বিগত সময়ে এ ধরনের অনেক ঝুঁকি মোকাবিলা করেই বাংলাদেশ এগিয়ে চলেছে।

সর্বশেষ খবর