মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
উপনির্বাচন

ব্রাহ্মণবাড়িয়া বগুড়া চাঁপাইনবাবগঞ্জে প্রতীক বরাদ্দ

প্রতিদিন ডেস্ক

বিএনপির ছেড়ে দেওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন, বগুড়ার দুটি আসন এবং চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনে উপনির্বাচনের জন্য গতকাল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম। এতে পদত্যাগ পরবর্তী সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক পাঁচবারের সংসদ সদস্য (স্বতন্ত্র প্রার্থী) উকিল আবদুস সাত্তার ভূইয়া পেয়েছেন ডাব প্রতীক, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র প্রার্থী) অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা পেয়েছেন সিংহ প্রতীক, আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি (স্বতন্ত্র প্রার্থী) আবু আসিফ আহমেদ পেয়েছেন মোটর গাড়ি প্রতীক, জাতীয় পার্টির প্রার্থী আবদুল হামিদ ভাসানী পেয়েছেন দলীয় প্রতীক লাঙ্গল ও জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল দলীয় প্রতীক হিসেবে পেয়েছেন গোলাপ ফুল। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জিয়াউল হক মীর, জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান উপস্থিত ছিলেন। আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বগুড়া : বগুড়ায় শূন্য হওয়া দুই আসনের উপনির্বাচনে ১৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম গতকাল বেলা ১১টায় দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের হাতে এ প্রতীক তুলে দেন।

বগুড়া-৬ সদর আসনে নির্বাচনে দলীয় প্রতীক পেয়েছেন ছয়জন ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন দুজন। এর মধ্যে নৌকা প্রতীকে নির্বাচন করছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। লাঙ্গল প্রতীকে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর, মশাল প্রতীকে জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ইমদাদুল হক ইমদাদ, মাছ প্রতীকে গণফ্রন্টের আফজাল হোসেন, বটগাছ প্রতীকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম ও গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মোহাম্মদ ফয়সাল বিন শফিক নির্বাচন করছেন। এ আসনে দুজন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে আপেল প্রতীক পেয়েছেন মাছুদুর রহমান হেলাল। আর মো. আবদুুল মান্নান পেয়েছেন ট্রাক প্রতীক।

এ ছাড়া বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট পাঁচজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে দলীয় প্রতীক মশাল নিয়ে নির্বাচনে লড়বেন জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন। লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল, ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের মো. তাজ উদ্দীন মণ্ডল ও গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির আবদুর রশিদ সরদার। এই আসনের একজন স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল হাসান সিদ্দিকী জুয়েল পেয়েছেন কুড়াল প্রতীক।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-২ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) সংসদীয় আসনের উপনির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দের নির্ধারিত দিনে এ কার্যক্রম সম্পন্ন করেন রিটার্নিং কর্মকর্তারা। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী জিয়াউর রহমানকে নৌকা, স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলম বাচ্চুকে মাথাল, জাতীয় পার্টির আবদুর রাজ্জাককে লাঙ্গল, জাকের পার্টির গোলাম মোস্তফাকে গোলাপ ফুল, বিএনএফের নাবীউল ইসলামকে টেলিভিশন প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুুল ওদুদকে নৌকা, স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনকে আপেল এবং বিএনএফের কামরুজ্জামান খানকে টেলিভিশন প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

 

সর্বশেষ খবর