বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
ধামরাইয়ে বিস্ফোরণ

একে একে চলে গেলেন পাঁচজনই

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের দগ্ধ পাঁচজনই একের পর একে মারা গেছেন। সর্বশেষ গতকাল বেলা ১১টায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ হোসনা বেগম মারা যান। এতে পরিবারটির আর কেউ বেঁচে রইল না। ৭ জানুয়ারি বিস্ফোরণের পরের দিন মারা যান দেড় বছরের শিশু মরিয়ম, তারপর মা জোছনা বেগম ও মরিয়মের খালাতো বোন সাদিয়া আক্তার, এরপর বাবা মনজুরুল ইসলাম, সর্বশেষ খালা হোসনা বেগমও মারা গেলেন। তারা সবাই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

নিহত মনজুরুলের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া মাস্টারপাড়া গ্রামে। তিনি স্ত্রী, দেড় বছরের মেয়েকে নিয়ে ধামরাইর কুমড়াইলের কুব্বত হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। মনজুরুলের ভাড়া বাসায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কান্তিনগর গ্রাম থেকে বেড়াতে এসেছিলেন তার স্ত্রীর বড় বোন হোসনা বেগম ও আরেক বোনের মেয়ে সাদিয়া আক্তার। বেড়াতে এসে তারাও মনজুরুলের পরিবারের সঙ্গে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হন।

সর্বশেষ খবর