বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

হেলিকপ্টারে বউ এনে মোটরসাইকেলে চড়িয়ে বাড়ি নিলেন অপু

নেত্রকোনা ও কুড়িগ্রাম প্রতিনিধি

হেলিকপ্টারে বউ এনে মোটরসাইকেলে চড়িয়ে বাড়ি নিলেন অপু

হেলিকপ্টারে এসে হোন্ডায় চড়ে বাড়ি গেলেন নবদম্পতি। কুড়িগ্রাম থেকে হেলিকপ্টারে করে বউ নিয়ে এলেন নেত্রকোনার ছেলে অপু। গতকাল দুপুরে নেত্রকোনা জেলা শহরের মোক্তাপাড়া মাঠে নামেন নবদম্পতি অপু-সনিতা। অপু বাসফোর নেত্রকোনা জেলা সদর হাসপাতালের ডোম দীলিপ বাসফোড়ের ছোট ছেলে। তিনি নিজেও জেলা প্রশাসনের কার্যালয়ে কাজ করেন। বিকাল ৩টায় হেলিকপ্টারে চড়িয়ে বউ নামানোর দৃশ্য দেখতে ভিড় জমান আত্মীয়স্বজন ও কৌতূহলীরা। জীবনে প্রথমবার আকাশে ওড়ার দৃশ্য দেখতে দুপুর থেকেই তারা মাঠের চারপাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। বউ নামিয়ে মোটরসাইকেলে চড়িয়ে বাড়ি নিয়ে যান বর। এ এক বিরল দৃশ্য দেখতে আসা সবার কাছে। অনেকেই আগ্রহ করেছেন ভবিষ্যতে তারাও বিয়ের পর কনেকে নিয়ে আসবেন উড়ালপথে। এদিকে অপু বাসফোড়ের মা শ্যামলী বাসফোড়সহ পাড়াপড়শি সকাল থেকেই মাঠে অপেক্ষা করতে থাকেন। শ্যামলীসহ আত্মীয়রা জানান, অপুর বাবার খুব শখ ছিল হেলিকপ্টারে করে তার ছেলের বউ আনবেন। আর এ শখ পূরণের জন্যই ছেলে তার বউকে নিয়ে আসেন আকাশপথে। এ সময় নেত্রকোনার পুলিশ প্রশাসনও হেলিকপ্টার নামতে সাহায্য করেছে। জানা গেছে, নেত্রকোনার জয়নগর হাসপাতাল কোয়ার্টার থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় বরযাত্রা যায় বাসে চড়ে। রাত সাড়ে ১০টা থেকে আড়াইটা পর্যন্ত লগ্নয় বিয়ে সম্পন্ন হয় কনের পিত্রালয় কুড়িগ্রাম সদরের পাওয়ার হাউসে। এরপর গতকাল দুপুরে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠ থেকে যাত্রা করে হেলিকপ্টারে বউ নিয়ে নেত্রকোনা সদরে ফেরেন বর। অন্য যাত্রীরা বাসেই রওনা দেন। অপু বাসফোড়ের বড় ভাই দীপু বাসফোড় বাবার কাজই বেছে নিয়েছেন। অপু বাসফোড় কিছুদিন বড় ভাইয়ের সঙ্গে বাবার কাজ করলেও বর্তমানে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি পেয়েছেন। এর পাশাপাশি পাঠশালা ব্যান্ডের সঙ্গে প্যাড বাজানোর কাজ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর