ভারতের জাতীয় কংগ্রেস সংসদীয় দলের চেয়ারম্যান সোনিয়া গান্ধী গাজায় গণহত্যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুলাধুনা করলেন। প্রধানমন্ত্রীর নীরবতার কারণেই সোনিয়া গান্ধী ভারতের জাতীয় হিন্দি দৈনিক ‘জাগরণ’ সংবাদপত্রে এক প্রবন্ধে মোদির সমালোচনা করেন।
তিনি লিখেছেন, ভারত সব সময় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ন্যায্য শান্তির জন্য দুই রাষ্ট্র গঠনের পক্ষে। ১৯৭৪ সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রথম আরবীয় দেশের বাইরের রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন মুক্তি সংগঠন বা পিএলও-কে ফিলিস্তিন জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৮৮ সালে রাজীব গান্ধীর সময় ভারত প্রথম দেশ যারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় সরকারিভাবে। বর্তমান প্রধানমন্ত্রীর নির্লজ্জ নীরবতা গভীর হতাশাজনক।
তিনি লিখেছেন- এটা নৈতিক কাপুরুষতা। সময় এসেছে ফিলিস্তিনের জন্য সোচ্চার হওয়ার। গোটা দক্ষিণ গোলার্ধে ভারতের সোচ্চার হওয়ার জন্য অপেক্ষা করছে। বর্তমান ফিলিস্তিনের অবস্থা মানবতার সম্মিলিত বিবেকের কাছে আঘাত করছে। তিনি লিখেছেন, বিগত দুই বছরে গাজায় ৫৫ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ১৭ হাজার শিশু। ইসরায়েল সেনা নাগরিক ঠিকানা ও হাসপাতালের ওপর আক্রমণ করেছে। এমনকি জাতিসংঘ থেকে পাঠানো ত্রাণসামগ্রী সরবরাহ করতে দিচ্ছে না। ইসরায়েলের ঔপনিবেশিক মানসিকতার কারণে গাজাকে মুক্ত করতে গণহত্যা করছে। তা সত্ত্বেও মোদি সরকার ভারতের ঘোষিত ফিলিস্তিন নীতি থেকে সরে আসছে।