যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির পার্ক অ্যাভিনিউতে বন্দুকধারীর হামলায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাংলাদেশি দিদারুল ইসলাম (৩৬) অভিবাসী নিউইয়র্ক পুলিশ বিভাগের কর্মকর্তা। একপর্যায়ে ৩৪ ভবনের ৩৩ তলায় উঠে বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত দিদারুলের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ায়। তার স্ত্রী সন্তানসম্ভবা এবং দুটি সন্তান রয়েছে। পুলিশ জানিয়েছে, বন্দুকধারীর নাম শেন তামুরা, তিনি লাস ভেগাসের বাসিন্দা। তার মানসিক স্বাস্থ্য সংক্রান্ত পূর্ব ইতিহাস রয়েছে। তবে কী কারণে তিনি এ হামলা চালিয়েছেন, তা এখনো জানা যায়নি। নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেন, ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন। নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি একটি পার্ক করা বিএমডব্লিউ গাড়ি থেকে নেমে এম৪ রাইফেল হাতে নিয়ে ভবনের দিকে এগিয়ে যায়। ভবনে ঢুকেই তিনি পুলিশ কর্মকর্তার ওপর গুলি চালান এবং আশ্রয় নেওয়ার চেষ্টা করা এক নারীকে গুলি করেন। এরপর লবিতে এলোপাতাড়ি গুলি চালাতে থাকেন। পুলিশ জানায়, বন্দুকধারী পরে এলিভেটরের দিকে যায় এবং নিরাপত্তা ডেস্কের পেছনে লুকিয়ে থাকা এক নিরাপত্তাকর্মী ও লবিতে থাকা আরেকজনকে গুলি করেন। এরপর তিনি ভবনের ৩৩ তলায় উঠে একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানে গিয়ে একজনকে গুলি করে হত্যা এবং পরে নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করেন। নিউইয়র্ক পুলিশের কমিশনার সংবাদ সম্মেলনে জানান, নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম ছিলেন ব্রঙ্কসের ৪৭ নম্বর প্রিসিংটের সদস্য। ঘটনার সময় তিনি অতিরিক্ত দায়িত্বে ছিলেন পার্ক এভিনিউয়ের সেই ভবনের নিরাপত্তার কাজে। দিদারুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত কয়েক শত বাংলাদেশি কর্মকর্তার সবাই শোকে আচ্ছন্ন।
শিরোনাম
- ন্যায্য মূল্যের দাবিতে সড়কে আলু ফেলে চাষীদের মানববন্ধন
- সংস্কারের অধিকার কেবল নির্বাচিত সরকারের : মঈন খান
- অন্তর্বর্তী সরকারের ‘এক্সিট পলিসি’ চিন্তা করার সময় এসেছে : দেবপ্রিয় ভট্টাচার্য
- আমিরাতের ক্ষোভে রাষ্ট্রদূতকে ফেরত নিচ্ছে ইসরায়েল
- তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে কমিটি হচ্ছে : ধর্ম উপদেষ্টা
- কাঠালিয়ায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ছাতা বিতরণ
- আরও একজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র, আশঙ্কাজনক ৩
- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদনের দাবিতে মহাসড়কে সাংস্কৃতিক প্রতিবাদ
- ৫ আগস্ট ঘিরে নিরাপত্তা হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- আরও তিন দেশে সুনামি সতর্কতা জারি
- নেত্রকোনায় জমিতে কীটনাশকের ব্যবহার নিয়ে সংবাদ সম্মেলন
- কোস্ট গার্ডের অভিযানে পাতাখালী থেকে ৩২ কেজি হরিণের মাংস জব্দ
- ঠাকুরগাঁওয়ে কাউন্সিলে হানাহানি: বিএনপির দুই নেতাকে ঘটনায় বহিষ্কার
- লাস ভেগাসে অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র!
- কলেজছাত্র হত্যা: দুইদিনের রিমান্ডে সোলায়মান সেলিম
- অতিরিক্ত সিম বন্ধ নিয়ে নতুন সিদ্ধান্ত, ১ আগস্ট থেকে প্রক্রিয়া শুরু
- একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু
- সেই রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার : ডিএমপি
- এলডিসি থেকে উত্তরণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- আওয়ামী ডনদের গ্রেফতার করতে হবে : রাশেদ প্রধান
নিউইয়র্কে গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশকর্তা নিহত
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর