নড়াইলের অধিকাংশ কৃষক শীতের শুরুতেই সরিষা চাষ করতে শুরু করেছেন। সরিষা ফুল এখন হলুদে হলুদময় হয়ে উঠেছে গ্রামবাংলার প্রান্তরে। বসতবাড়ির ভিটায় পুষ্টিসম্পন্ন সবজি চাষের পাশাপাশি এবার সরিষা চাষ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের এক কৃষক। আধুনিক চাষ পদ্ধতির মাধ্যমে বসতবাড়ির আঙিনায় গড়ে তুলেছেন সবজির বাগান। একই সঙ্গে হলুদ ফুলে ভরে গেছে বসতবাড়ির আঙিনা। এক চিলতে আঙিনার সবটুকুজুড়ে ছড়িয়ে পড়েছে শুধু হলুদের সমাহার। পথিকের নজর কাড়তে ফুলের সৌন্দর্য বাড়িয়েছে মৌমাছির দল। কখনো সরিষা ফুলে বসছে বুলবুলি ও শালিকের ঝাঁক। সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার পুরুলিয়া গ্রামের কৃষক আনজুম মোল্যা বসতবাড়ির আঙিনাজুড়ে চাষ করছেন সব ধরনের রকমারি সবজি। আঙিনার একটি অংশজুড়ে সরিষা চাষ বাড়ির শোভা বাড়িয়েছে। বসতবাড়ির আঙিনার চারিদিক যেন হলুদে হলুদে পরিপূর্ণ। প্রথম দেখাতেই মন কাড়বে পথচারীদের। সরিষা ফুলের শোভা আরও বাড়িয়ে তুলেছে অসংখ্য মৌমাছির দল। গুনগুনিয়ে মধু আহরণে ব্যস্ত তারা। পৌষে প্রকৃতিজুড়ে শুরু হয় রং-বেরঙের খেলা। প্রান্তরজুড়ে সরিষার বসতবাড়ির আঙিনায় দোল খাওয়া কাঁচা হলুদ। সরিষার সবুজ গাছের হলুদ ফুল পৌষের সোনাঝরা রোদে ঝিকমিকিয়ে উঠছে। এ যেন এক অপরূপ সৌন্দর্য। কৃষক আনজুম মোল্যা জানিয়েছেন, আমাদের কোনো আবাদযোগ্য জমি বা বসতভিটায় বিশাল জায়গা নেই। তাই আমাদের বসতভিটা-সংলগ্ন ২৫ শতাংশ সরকারি সম্পত্তিসহ মোট ৬৭ শতাংশ জমি লিজ নিয়ে শাক-সবজির সঙ্গে এবার সরিষার আবাদ করেছি। এখানে লাউ, কুমড়া, মুলা, পালং শাকের আবাদ করছি। শাক-সবজি থেকে পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি বিক্রি করে জীবিকা নির্বাহ করছি। নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক দীপক কুমার রায় বলেন, জেলার তিনটি উপজেলায় এবার ৯ হাজার ২০০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ৯ হাজার ২১৫ হেক্টর জমিতে। ভোজ্যতেলের আমদানি কমানোর লক্ষ্যে পরিকল্পিতভাবেই জেলায় সরিষার আবাদ বাড়ানো হচ্ছে। যে কারণে পতিত জমি এমনকি কেউ কেউ বসতভিটার খালি জায়গায়ও এবার সরিষা চাষ করেছেন।
শিরোনাম
- একটি দল সুকৌশলে নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে : দুলু
- স্তন ক্যান্সার প্রতিরোধে পুরুষের দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ: চসিক মেয়র
- বগুড়ায় খোকন হত্যায় ২৫ জনের বিরুদ্ধে মামলা
- জুলাই সনদ জনগণের নয়, উপদেষ্টাদের ভবিষ্যৎ সুবিধার জন্য: হাফিজ
- ১৫ নভেম্বরের মধ্যে দাবি না মানলে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন ঘোষণা
- নির্বাচনের আগে ইসলামকে রাজনৈতিক ফায়দা লাভে ব্যবহারের চেষ্টা : সালাহউদ্দিন
- রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩
- গাইবান্ধায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- বাগেরহাটে গাছচাপা পড়ে শ্রমিকের মৃত্যু
- বিএনপি ক্ষমতায় আসলে নারীর ক্ষমতায়ন হবে: আনিসুল হক
- কেনিয়ায় ভূমিধস, প্রাণ হারাল ১৩ জন
- কুড়িগ্রামে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ভূরুঙ্গামারী থানা পরিদর্শন
- ঢাকায় ঝুম বৃষ্টি
- প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় যুবলীগ নেতা
- পকেটমার-চুরির অভ্যাস কোনভাবেই ছাড়তে পারলেন না এই অভিনেত্রী!
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটিতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- সিরাজগঞ্জে ৯৪ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ তিন পাচারকারী গ্রেপ্তার
- মাদারীপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা রোকনউদ্দিন মিয়ার মতবিনিময়
- ভাঙ্গুড়ায় হাত বাড়ালেই মিলছে মাদক, বাড়ছে অপরাধ
- ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়াল ৭০ হাজার
বাড়ির আঙিনা সরিষা ফুলে হলুদময়
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর