নড়াইলের অধিকাংশ কৃষক শীতের শুরুতেই সরিষা চাষ করতে শুরু করেছেন। সরিষা ফুল এখন হলুদে হলুদময় হয়ে উঠেছে গ্রামবাংলার প্রান্তরে। বসতবাড়ির ভিটায় পুষ্টিসম্পন্ন সবজি চাষের পাশাপাশি এবার সরিষা চাষ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের এক কৃষক। আধুনিক চাষ পদ্ধতির মাধ্যমে বসতবাড়ির আঙিনায় গড়ে তুলেছেন সবজির বাগান। একই সঙ্গে হলুদ ফুলে ভরে গেছে বসতবাড়ির আঙিনা। এক চিলতে আঙিনার সবটুকুজুড়ে ছড়িয়ে পড়েছে শুধু হলুদের সমাহার। পথিকের নজর কাড়তে ফুলের সৌন্দর্য বাড়িয়েছে মৌমাছির দল। কখনো সরিষা ফুলে বসছে বুলবুলি ও শালিকের ঝাঁক। সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার পুরুলিয়া গ্রামের কৃষক আনজুম মোল্যা বসতবাড়ির আঙিনাজুড়ে চাষ করছেন সব ধরনের রকমারি সবজি। আঙিনার একটি অংশজুড়ে সরিষা চাষ বাড়ির শোভা বাড়িয়েছে। বসতবাড়ির আঙিনার চারিদিক যেন হলুদে হলুদে পরিপূর্ণ। প্রথম দেখাতেই মন কাড়বে পথচারীদের। সরিষা ফুলের শোভা আরও বাড়িয়ে তুলেছে অসংখ্য মৌমাছির দল। গুনগুনিয়ে মধু আহরণে ব্যস্ত তারা। পৌষে প্রকৃতিজুড়ে শুরু হয় রং-বেরঙের খেলা। প্রান্তরজুড়ে সরিষার বসতবাড়ির আঙিনায় দোল খাওয়া কাঁচা হলুদ। সরিষার সবুজ গাছের হলুদ ফুল পৌষের সোনাঝরা রোদে ঝিকমিকিয়ে উঠছে। এ যেন এক অপরূপ সৌন্দর্য। কৃষক আনজুম মোল্যা জানিয়েছেন, আমাদের কোনো আবাদযোগ্য জমি বা বসতভিটায় বিশাল জায়গা নেই। তাই আমাদের বসতভিটা-সংলগ্ন ২৫ শতাংশ সরকারি সম্পত্তিসহ মোট ৬৭ শতাংশ জমি লিজ নিয়ে শাক-সবজির সঙ্গে এবার সরিষার আবাদ করেছি। এখানে লাউ, কুমড়া, মুলা, পালং শাকের আবাদ করছি। শাক-সবজি থেকে পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি বিক্রি করে জীবিকা নির্বাহ করছি। নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক দীপক কুমার রায় বলেন, জেলার তিনটি উপজেলায় এবার ৯ হাজার ২০০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ৯ হাজার ২১৫ হেক্টর জমিতে। ভোজ্যতেলের আমদানি কমানোর লক্ষ্যে পরিকল্পিতভাবেই জেলায় সরিষার আবাদ বাড়ানো হচ্ছে। যে কারণে পতিত জমি এমনকি কেউ কেউ বসতভিটার খালি জায়গায়ও এবার সরিষা চাষ করেছেন।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
বাড়ির আঙিনা সরিষা ফুলে হলুদময়
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর