নড়াইলের অধিকাংশ কৃষক শীতের শুরুতেই সরিষা চাষ করতে শুরু করেছেন। সরিষা ফুল এখন হলুদে হলুদময় হয়ে উঠেছে গ্রামবাংলার প্রান্তরে। বসতবাড়ির ভিটায় পুষ্টিসম্পন্ন সবজি চাষের পাশাপাশি এবার সরিষা চাষ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের এক কৃষক। আধুনিক চাষ পদ্ধতির মাধ্যমে বসতবাড়ির আঙিনায় গড়ে তুলেছেন সবজির বাগান। একই সঙ্গে হলুদ ফুলে ভরে গেছে বসতবাড়ির আঙিনা। এক চিলতে আঙিনার সবটুকুজুড়ে ছড়িয়ে পড়েছে শুধু হলুদের সমাহার। পথিকের নজর কাড়তে ফুলের সৌন্দর্য বাড়িয়েছে মৌমাছির দল। কখনো সরিষা ফুলে বসছে বুলবুলি ও শালিকের ঝাঁক। সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার পুরুলিয়া গ্রামের কৃষক আনজুম মোল্যা বসতবাড়ির আঙিনাজুড়ে চাষ করছেন সব ধরনের রকমারি সবজি। আঙিনার একটি অংশজুড়ে সরিষা চাষ বাড়ির শোভা বাড়িয়েছে। বসতবাড়ির আঙিনার চারিদিক যেন হলুদে হলুদে পরিপূর্ণ। প্রথম দেখাতেই মন কাড়বে পথচারীদের। সরিষা ফুলের শোভা আরও বাড়িয়ে তুলেছে অসংখ্য মৌমাছির দল। গুনগুনিয়ে মধু আহরণে ব্যস্ত তারা। পৌষে প্রকৃতিজুড়ে শুরু হয় রং-বেরঙের খেলা। প্রান্তরজুড়ে সরিষার বসতবাড়ির আঙিনায় দোল খাওয়া কাঁচা হলুদ। সরিষার সবুজ গাছের হলুদ ফুল পৌষের সোনাঝরা রোদে ঝিকমিকিয়ে উঠছে। এ যেন এক অপরূপ সৌন্দর্য। কৃষক আনজুম মোল্যা জানিয়েছেন, আমাদের কোনো আবাদযোগ্য জমি বা বসতভিটায় বিশাল জায়গা নেই। তাই আমাদের বসতভিটা-সংলগ্ন ২৫ শতাংশ সরকারি সম্পত্তিসহ মোট ৬৭ শতাংশ জমি লিজ নিয়ে শাক-সবজির সঙ্গে এবার সরিষার আবাদ করেছি। এখানে লাউ, কুমড়া, মুলা, পালং শাকের আবাদ করছি। শাক-সবজি থেকে পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি বিক্রি করে জীবিকা নির্বাহ করছি। নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক দীপক কুমার রায় বলেন, জেলার তিনটি উপজেলায় এবার ৯ হাজার ২০০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ৯ হাজার ২১৫ হেক্টর জমিতে। ভোজ্যতেলের আমদানি কমানোর লক্ষ্যে পরিকল্পিতভাবেই জেলায় সরিষার আবাদ বাড়ানো হচ্ছে। যে কারণে পতিত জমি এমনকি কেউ কেউ বসতভিটার খালি জায়গায়ও এবার সরিষা চাষ করেছেন।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ