শিরোনাম
রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শ্রেণিকক্ষের দাবিতে তালা, ক্লাস পরীক্ষা বর্জন

ইবি প্রতিনিধি

শ্রেণি কক্ষ বরাদ্দের দাবিতে বিভাগের অফিস কক্ষে তালা ঝুলিয়ে ও ক্লাস-পরীক্ষা বর্জন করে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। একইসঙ্গে এ দাবিতে স্মারকলিপি দিয়েছন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসন ভবনের সামনে কয়েকশ শিক্ষার্থী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় তাদের হাতে বিভিন স্লোগান সংবলিত ফেস্টুন দেখা যায়। এরপর দুপুর ১২টার দিকে তিন শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষর সংবলিত স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে কক্ষ বরাদ্দ ছাড়া বিভিন্নভাবে হুমকির অভিযোগ তুলে বিচারের দাবি জানান তারা। দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় উপ-উপাচার্য তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করলেও অন্যান্য কর্মসূচি অব্যাহত রাখেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ২০১৭ সালের ৩ অক্টোবর বিভাগটির যাত্রা শুরু হয়। ছয় বছরেও নির্দিষ্ট শ্রেণি কক্ষ নেই। অন্য বিভাগের ধার করা কক্ষে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের চতুর্থ তলার নির্মাণকাজ সম্পন্ন হলে তাদের বরাদ্দ দেওয়া হবে বলে আশ্বাস দেন। দীর্ঘদিন ধরে ভবনটির চতুর্থ তলার সম্প্রসারণের কাজ শেষ না হওয়ায় ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা। আমরা বুধবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন ও বিভাগের অফিসে তালা ঝুলিয়ে কর্মসূচি পালন করছি। বিভাগটির সভাপতি সাহিদা আখতার বলেন, ‘প্রতিষ্ঠার পাঁচ বছর পেরিয়ে গেলেও একটি পূর্ণাঙ্গ বিভাগে যা যা লাগে তার কিছুই নেই। প্রশাসনকে আমরা বিষয়টি জানিয়েছি। আমরা প্রত্যাশা করছি প্রশাসন শিক্ষার্থীবান্ধব ও ন্যায্য সিদ্ধান্ত নেবেন।’

দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘ভবনটির চতুর্থ তলার কাজ এখনো শেষ হয়নি। কাজ শেষ হলে ঠিকাদাররা আমাদের ভবন বুঝিয়ে দেবেন। তারপর আমরা বরাদ্দের বিষয়ে এগোবো। সেখানে কারোর-ই কোনো বরাদ্দ নেই।’

সর্বশেষ খবর