সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি, দুজনকে পুলিশে দিল জনতা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি, দুজনকে পুলিশে দিল জনতা

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় কোমরে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরির সময় দুই তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

পুলিশ বলছে, আটক দুজন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকতে পারে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় একটি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড গুলি ও একটি ছুরি জব্দ করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া বাজার থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম। আটকরা হলেন হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকার আবু ছিদ্দিক (২৮) ও মোহাম্মদ শফিক (২১)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাহাড়ি ও রোহিঙ্গা অধ্যুষিত এলাকা রইক্ষ্যংয়ের দুই তরুণ তাদের এলাকা থেকে পাঁচ কিলোমিটার দূরে কাঞ্জরপাড়া এলাকায় কোমরে অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিলেন। উদ্দেশ্য খারাপ মনে হওয়ায় স্থানীয় জনতা তাদের আটক করেন। তাদের কাছে অস্ত্র থাকার বিষয়টি নিশ্চিত হলে স্থানীয় লোকজন কৌশলে পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এলে তাদের দুজনকে সোপর্দ করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, অস্ত্রগুলো রোহিঙ্গাদের হতে পারে। তারা বহন করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে ওই এলাকায় গত কয়েক মাসে স্থানীয় লোকজনকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটায় তাদের সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে কেন ঘোরাঘুরি করছেন?

সর্বশেষ খবর