মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শর্ত সুনির্দিষ্ট করতে হবে

ড. ইফতেখারুজ্জমান

শর্ত সুনির্দিষ্ট করতে হবে

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, সরকারি হাসপাতালে কী প্রক্রিয়ায় চিকিৎসকরা প্র্যাকটিস করবেন এ শর্তগুলো নির্দিষ্ট করে অর্ডার ইস্যু করতে হবে। নইলে হিতে বিপরীত হবে। এমনিতেই সরকারি হাসপাতাল ও সেবা খাতে অনিয়ম দুর্নীতির ব্যাপকতা রয়েছে।

গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমাদের গবেষণায় এটা বহুবার তুলে ধরা হয়েছে সেবা খাতের অনিয়ম দুর্নীতি। তার মধ্যে এ পদ্ধতি যদি এভাবে চালু করা হয় তাহলে দুর্নীতিকে ঢালাওভাবে লাইসেন্স দেওয়া হবে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে। তাই এ পরিকল্পনার পেছনে যে যুক্তিই থাকুক না কেন এটা কেন করা হচ্ছে, সরকার কী প্রক্রিয়ায় এটা করতে চায়, কী শর্তসাপেক্ষে সেটি বাস্তবায়িত হবে তা তুলে ধরতে হবে। সুনির্দিষ্ট নির্দেশনাসহ কার্যকর করতে হবে। নয়তো সেবা গ্রহীতাদের হয়রানি আরও বাড়বে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি বেড়ে যেতে পারে। ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, সেবা দেওয়ার প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে এবং শর্তগুলো ব্যাখ্যা করে বলতে হবে। কয় ঘণ্টা সেবা দেওয়া হবে? সেবার মূল্য কত হবে? কোন ধরনের রোগী সেখানে যাবেন? রোগীর প্রয়োজনীয় টেস্ট কোথায় হবে? এ উত্তরগুলো স্পষ্ট হতে হবে। সরকারি চিকিৎসকদের দায়িত্ব এর ফলে কতটা প্রভাবিত হবে সে বিষয়গুলো মূল্যায়ন করতে হবে। বিধিদ্বারা এগুলো নির্দিষ্ট না করে ঢালাওভাবে করলে দুর্নীতিকে লাইসেন্স দেওয়া হবে। এটাকে রাজনৈতিক ঘোষণা দিয়ে বাস্তবায়ন করা যাবে না। তাতে অনিয়ম বাড়বে।

সর্বশেষ খবর