শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সমাধানে দরকার সম্মিলিত প্রচেষ্টা

-অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকির

সমাধানে দরকার সম্মিলিত প্রচেষ্টা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির বলেছেন, সম্প্রতি কয়েকটি আদালতে বিচারক ও আইনজীবীদের মধ্যে যে বিরোধ সৃষ্টি হয়েছে, এখন সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এর সমাধান করতে হবে। তিনি বলেন, একই পরিবারের সদস্যদের মধ্যেও ভুল বোঝাাবুঝি হয়, আদালতে বিচারক-আইনজীবীরাও পরিবারের মতোই। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে মোমতাজ উদ্দিন ফকির বলেন, যে কোনো সমস্যার প্রভাব সাধারণ মানুষের ওপর আসে। কোনো একটি পরিবারে কোনো সমস্যা হলে, তার প্রভাব প্রতিবেশীদের ওপর পরে। তাই আদালতে কোনো ঘটনা ঘটলে এর প্রভাব বিচারপ্রার্থীদের ওপরই পড়বে, এটাও স্বাভাবিক।

তিনি বলেন, এখন সবাই মিলে চেষ্টা করতে হবে বিচারক ও আইনজীবীদের মধ্যে চলমান ভুল বোঝাবুঝির সুন্দর সমাধান করার। তিনি আরও বলেন, বিচার বিভাগের সবারই আসতে হবে। আর বিচার বিভাগে বিচারক আর আইনজীবীরা হচ্ছেন মুদ্রার এপিঠ-ওপিঠ। অন্য সব ধরনের চিন্তা বাদ দিয়ে এখন সমাধানটাই জরুরি বলে মনে করেন এই আইনজীবী নেতা।

সর্বশেষ খবর